জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসাথে হওয়ায় নির্বাচনের কাঙ্ক্ষিত ফলাফল ভোটের দিন রাতে অথবা ভোটের পরদিন হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নিজ দপ্তরে তিনি এ কথা বলেন।
ইসি আনোয়ারুল ইসলাম বলেন, নির্বাচনের পরিবেশ অতীতের অন্য সব নির্বাচনের চেয়ে ভালো। গণভোট নিয়ে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কেউ কোনো পক্ষে কাজ করতে পারবে না।
ইসি স্বাধীন কিনা এমন প্রশ্নে আনোয়ারুল ইসলাম সরকার জানান, নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে স্বাধীন প্রতিষ্ঠান। নির্বাচন কমিশন সরকারের কাছে দায়বদ্ধ না।
এছাড়া তিনি বলেন, সারাদেশে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কারণে এখন পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১২৮টি নির্বাচনী এলাকায় ১৪৪টি আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটেছে।
মামলা হয়েছে ৯৪টি। আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় জরিমানা করা হয়েছে ৯ লাখ ৫ হাজার ৫০০ টাকা।
আইকে/এসএন