'হোক কলরব' দেখছিলেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। আজকাল ডট ইনের ফোন দেখে নিজের মনের কথা জানালেন। অরিজিৎ সিং প্লেব্যাক সঙ্গীত থেকে অবসর নিতে সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তের কী প্রতিক্রিয়া শুনলেন শ্যামশ্রী সাহা।
খ্যাতির মধ্যগগনে থাকাকালীন প্লেব্যাক সঙ্গীত থেকে সরে দাঁড়ালেন অরিজিৎ সিং। ঘোষণা করলেন অবসর। আগামীতে গান বানালেও, আর কোনও ছবিতে প্লেব্যাক করবেন না বলেই জানালেন এদিন। তারপরই প্রতিক্রিয়া এল ইন্দ্রদীপ দাশগুপ্তর থেকে।
সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'লহ গৌরাঙ্গের নাম রে' ছবিতে ইন্দ্রদীপ দাশগুপ্তর পরিচালনায় এবং সুরে 'ক্ষণে গোরাচাঁদ ক্ষণে কালা' কীর্তন গেয়ে রীতিমত মুগ্ধ করেছিলেন সকলকে অরিজিৎ সিং। বাংলায় সেই ছবির পরই এ হেন ঘোষণা এল গায়কের থেকে। ইন্দ্রদীপ দাশগুপ্ত অরিজিৎ সিংয়ের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে বলেন, "অরিজিৎ যা লেখে সেটা ওর ব্যক্তিগত সিদ্ধান্ত। একজন শিল্পী খালি দিয়ে যাবে, খালি দিয়ে যাবে.... তাঁরও তো একটা বিরতি দরকার। মানুষও ওকে যথেষ্ট ফিরিয়ে দিয়েছে, কিন্তু তাও ব্রেক তো দরকার। আমি জানি না ও কেন এমন সিদ্ধান্ত নিল, কিন্তু ও যাই সিদ্ধান্ত নিক, সেটাকে সম্মান জানানো উচিত। ওর প্রতি ভালবাসাটা যেন অটুট থাকে। ১৫-১৬ বছর তো চলল। ও ১৫-১৬ বছরে যা গান গেয়েছে, একটা লোক ৪০ বছরের কেরিয়ার স্প্যানে সেটা গায় না।"
তিনি এদিন আরও বলেন, "ক্লান্তি তো আসে। যে সয়, যে বয় সে সবথেকে ভাল জানে। সারাক্ষণ কত যে চাপ, কত যে অনুরোধ আসে, সেটা আমরা যাঁরা ওই শিখরে যাইনি তাঁরা বুঝতে পারব না। এই সিদ্ধান্ত ওর ব্যক্তিগত জায়গা। এটা একদমই ওর ব্যাপার।"
আগামীতে প্লেব্যাকের জন্য আর অরিজিৎ সিংকে পাওয়া যাবে না। এটা কি সঙ্গীত জগতের জন্য ক্ষতি নয়? এই বিষয়ে আইডির সাফ জবাব, "ঈশ্বরের বিধানের উপর কি কিছু আছে। আমি ঈশ্বর বিশ্বাসী। ঈশ্বরের ইচ্ছায় বাকিটা হবে।"
প্রসঙ্গত এদিন অরিজিৎ সিং তাঁর সমাজমাধ্যমে প্লেব্যাক থেকে অবসরের কথা ঘোষণা করে লেখেন, 'হ্যালো। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই শ্রোতা হিসেবে এতগুলো বছর ধরে আমায় এত ভালবাসা দেওয়ার জন্য। আমি আনন্দের সঙ্গে এটা ঘোষণা করছি যে প্লেব্যাক গায়ক হিসেবে আমি আর নতুন কোনও প্রজেক্ট নেব না এখন থেকে। আমি এখানেই ইতি টানলাম। এই সফরটা দুর্দান্ত ছিল।'
এবি/টিএ