জামালপুরের দেওয়ানগঞ্জে জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগ দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা। যোগদানকৃত আ.লীগ নেতার নাম শফিকুল ইসলাম দম। তিনি দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য ।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে উপজেলার পাররামরামপুর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে আয়োজিত এক নির্বাচনী সভায় তিনি উপস্থিত হন।
এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশীদ সাদার হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবিব পলিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জয়নাল আবেদীন, সদস্য সচিব মো. মাজেদুল ইসলাম বাদল, পাররামরামপুর ইউপি চেয়ারম্যান জেকে সেলিম মিয়া, পাররামরামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুল ইসলাম সওদাগর, সহসভাপতি শরিফ উদ্দিন আকন্দ, সাধারণ সম্পাদক শফিউল আলম ফর্সা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রবিউল ইসলাম, যুবদল নেতা নুর ইসলাম দেওয়ানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
যোগদানকালে শফিকুল ইসলাম দম বলেন, শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি বিএনপিতে যোগদান করেছি। এলাকার উন্নয়নের স্বার্থে জননন্দিত নেতা এম রশিদুজ্জামান মিল্লাতের হাতকে শক্তিশালী করতে সক্রিয়ভাবে কাজ করে যাব।
এসএস/টিএ