জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংলগ্ন ইসলামনগর এলাকায় একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে সৃষ্ট আগুনে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ চারজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ৯টার দিকে ইসলামনগরের একটি বাসার দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে রয়েছেন জাবির নৃবিজ্ঞান বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী মো. সাইফুল ইসলাম রনি, আব্দুস সোবহান রায়, হাসিনুর ও রাহাত।
জাকসুর জিএস মাজহারুল ইসলাম ফেসবুকে এক পোস্টে বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন ইসলামনগর এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নৃবিজ্ঞান বিভাগের ৪৭তম ব্যাচের মো. সাইফুল ইসলাম রনিসহ মোট ৪ জন দগ্ধ হয়েছেন। সবার নিকট তাদের সুস্থতার জন্য দোয়া প্রত্যাশা করছি।
দগ্ধদের মধ্যে গুরুতর আহত রনি ও হাসিনুরকে দ্রুত ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। অন্য দুইজনকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। জানা গেছে, রনির পিঠ, হাত ও একটি চোখ আগুনে পুড়ে গেছে।
জাকসুর স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক হুসনী মোবারক বলেন, রনির শরীরের বড় একটি অংশ দগ্ধ হয়েছে। চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরে আলম সিদ্দিক জানান, আহতদের চিকিৎসার বিষয়ে পুলিশ নজরদারিতে রয়েছে। বার্ন ইনস্টিটিউটে একজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। ঘটনার কারণ ও জড়িতদের বিষয়ে তদন্ত চলছে।
এসএস/টিএ