২০১২ সালে মুক্তি পাওয়া সিনেমা অগ্নিপথে যুক্ত হয়েছিল একটি গান, যা কেবল জনপ্রিয়তার শিখরেই পৌঁছায়নি, হয়ে উঠেছিল একটি সাংস্কৃতিক মুহূর্ত। ‘চিকনি চামেলি’ মুক্তির পর থেকেই দাপিয়ে বেড়িয়েছে চার্ট, বিয়ে, নাচের আসর আর বিতর্কের মঞ্চ। এই গানের কেন্দ্রবিন্দুতে ছিলেন ক্যাটরিনা কাইফ, যাঁর পরিবেশনা আজও বলিউডের আইকনিক আইটেম গানের তালিকায় অনায়াসে জায়গা করে নেয়।
উচ্চমাত্রার নাচ, শক্তিশালী তালে তাল মিলিয়ে শরীরী ভাষা-সবকিছু মিলিয়ে গানটি ছিল দুঃসাহসী। তবু ক্যাটরিনার পরিবেশনায় কখনোই অশালীনতার ছাপ পড়েনি। তাঁর পর্দা উপস্থিতিতে ছিল সংযম, আত্মবিশ্বাস আর নিয়ন্ত্রণের এক বিরল মেলবন্ধন। লোকজ নাচের কাঁচা শক্তির সঙ্গে আধুনিক স্টাইলকে এমনভাবে মিশিয়েছিলেন, যেখানে আবেদন ছিল কিন্তু সস্তা চমক নয়।
‘চিকনি চামেলি’ ঘিরে যে অশালীনতা নিয়ে আলোচনা তৈরি হয়েছিল, সেটাই প্রমাণ করে গানটি কতটা সময়ের চেয়ে এগিয়ে ছিল। আজকের সিনেমায় হয়তো আরও খোলামেলা দৃশ্য বা সাহসী পরিবেশনা স্বাভাবিক হয়ে গেছে, কিন্তু এই গান এখনো মানদণ্ড হিসেবে দাঁড়িয়ে আছে। সংবেদনশীলতা আর সৌন্দর্য যে শালীনতার সীমানা না পেরিয়েও শক্তিশালী হতে পারে, ক্যাটরিনার পরিবেশনা সেটাই দেখিয়েছে।
বছর পেরিয়ে গেলেও গানের আবেদন একটুও কমেনি। তালে তালে আজও নাচতে বাধ্য করে ‘চিকনি চামেলি’, আর ক্যাটরিনা কাইফের সেই পারফরম্যান্স সময়ের গণ্ডি পেরিয়ে হয়ে উঠেছে চিরকালীন।
টিজে/এসএন