সাদা শাড়ি পরে বিয়ের আসরে কনে! মন্তব্য মমতা শঙ্করের

হিন্দু মতে বিয়ের রীতি অনুযায়ী লাল রঙ শুভ হিসেবে মানা হয়। বিয়েতে একটু হলেও লালের ছোঁয়া রাখাটা নিয়মের প্রতীক। কিন্তু এখন ছকভাঙার আমলে সবটাই বদলেছে। বদলে এসেছে পছন্দের রঙের আধিক্য। লালের বদলে গোলাপি, হলুদ, সবুজ কিংবা হালকা বেগুনিও বেছে নেন অনেকে। তবে এসব রঙ ছেড়ে বিয়েতে একেবারে সাদা বেছে নিলেন কনে! সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে নৃত্যশিল্পী প্রীতিপর্ণা রায়ের বিয়ের ছবি।

বিয়ের সাজে বর-কনে দু'জনেই সম্পূর্ণ সাদাকেই প্রাধান্য দিয়েছেন।‌ নৃত্যশিল্পী প্রীতিপর্ণার এই সাজ নিয়ে সমাজমাধ্যমে চলছে ব্যাপক চর্চা। কেউ তাঁকে সমর্থন করছেন। আবার অনেক নেটিজেনের কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাঁকে। এই খবর পৌঁছেছে অভিনেত্রী মমতা শঙ্করের কানেও। আজকাল ডট ইন-কে তিনি জানালেন তাঁর মতামত।

মমতা শঙ্করের কথায়, "আমি তো ওঁকে ব্যক্তিগতভাবে চিনি না। ওঁর পরিবারের কিংবা ওঁর নিশ্চয়ই ব্যক্তিগত পছন্দ আছে‌। সেই পছন্দই বিয়ের আসরে প্রাধান্য পেয়েছে। সাধারণত হিন্দু ধর্মে এমন রীতি তো প্রচলিত নয়, কিন্তু কেউ যদি দৈববাণী পান, বা কারওর পরিবারের কোনও নিয়ম থাকে তাহলে সেটা যাঁর যাঁর নিজস্ব ব্যাপার। আমি এই বিষয়ে কিছু মন্তব্য করতে চাই না। আসলে এখন অন্য অনেক বিষয়ে কথা বলাটা জরুরি, তাই কারওর ব্যক্তিগত পছন্দ নিয়ে কথা বলতে চাই না।"

অন্যদিকে, প্রীতিপর্ণার ছোটবেলার বন্ধু হিয়া চক্রবর্তী, যিনি পেশায় একজন কার্যনির্বাহী প্রযোজক তিনি যুগলের ছবি সমাজমাধ্যমে তুলে ধরেছিলেন। আজকাল ডট ইন-এর পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল তাঁর সঙ্গেও।‌ হিয়ার জবাব, "ও একজন শিল্পী। অনেক আগে থেকেই ওর আর ওর পরিবারের এই রকম লুক পছন্দের তালিকায় ছিল। অনেকেই বলছেন ও নাকি ভাইরাল হওয়ার জন্য এমন সেজেছে। কিন্তু ওর প্রোফাইল দেখলে বোঝা যাবে বিয়ের লুকের ছবি আমরা বন্ধুরাই সমাজমাধ্যমে ভাগ করেছি, ও কিন্তু নিজে থেকে কিছুই করেনি।"

হিয়া আরও বলেন, "সাদা তো শান্তির প্রতীক। যে কোনও শুভ কাজ শুরুর আগে সাদা পায়রা ওড়ানোর রেওয়াজ আছে‌। তাহলে আমার প্রশ্ন, বিয়ের মতো শুভ কাজে সাদা পরা যাবে না কেন? যাঁরা খারাপ মন্তব্য করছেন সেটা তাদের নিজস্ব মতামত। আমরা কেউ এভাবে ভাবি না, তাই নিজেদের পছন্দকে প্রাধান্য দিই। আজ তো ওর বৌভাত, আজও সাধারণ চিরাচরিত রঙের বাইরেই সাজবে বলে ঠিক করেছে।"

এবি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
নববধূ মধুমিতার রাজকীয় রূপে মুগ্ধ দেবমাল্য Jan 28, 2026
img
সুন্দরবন ও মোংলা বন্দর উন্নয়নে ধানের শীষে ভোট চাইলেন লায়ন ফরিদ Jan 28, 2026
img
চিকনি চামেলি: এক গানে বদলে গিয়েছিল বলিউডের সংজ্ঞা Jan 28, 2026
img
ভিকি-তৃপ্তির পর শহিদ-তৃপ্তির রসায়নে নতুন মাত্রা Jan 28, 2026
img
বাগেরহাটে ৬ বিএনপি নেতা বহিষ্কার Jan 28, 2026
img
সাতক্ষীরায় ৬ যুবদল নেতা বহিষ্কার Jan 28, 2026
img
২৮ জানুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা Jan 28, 2026
মন পড়ার পাঁচ হাজার বছরের গোপন কোরিয়ান দক্ষতা ‘নুনচি’ Jan 28, 2026
যুক্তরাষ্ট্রকে ছাড়া ইউরোপ নিজেকে রক্ষা করতে পারবে না: ন্যাটো মহাসচিব Jan 28, 2026
পেন্টাগনের ২০২৬ ন্যাশনাল ডিফেন্স স্ট্র্যাটেজি প্রকাশ Jan 28, 2026
পারিবারিক রাজনীতির বলয় ভাঙার ঘোষণা জামায়াত আমিরের Jan 28, 2026
তুষারের নিচে যুক্তরাষ্ট্রের দুই-তৃতীয়াংশ এলাকা, মৃত্যু ৩০ Jan 28, 2026
মির্জা আব্বাসকে বহিষ্কারের দাবি পাটওয়ারীর Jan 28, 2026
সংবেদনশীল গল্পে সাহসী জয়ার সিনেমা Jan 28, 2026
চলচ্চিত্রের ‘মুখ্য অবদান’, তবু সুবিধার বাইরে শিল্পীরা Jan 28, 2026
জ্যাম বা জায়েদ নয়, ভোটারত্বের ব্যথা শবনমের Jan 28, 2026
ভক্তদের প্রশ্নের জবাবে হৃতিকের খোলা কণ্ঠ Jan 28, 2026
img
বান্দ্রার প্রতি আবাসনে একটি করে ফ্ল্যাট করিশ্মার! Jan 28, 2026
img
সাধারণতন্ত্র দিবসে শিল্পার রেস্তরাঁর সামনে দীর্ঘ লাইন! ধেয়ে এল একাধিক কটাক্ষ Jan 28, 2026
img
বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণে চট্টগ্রাম সফরে মা‌র্কিন রাষ্ট্রদূত Jan 28, 2026