যশোরে সাড়ে ১০ কেজি রুপা ও বিদেশি মদসহ ৪ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সদর উপজেলার দায়তলা বাজার থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- সাতক্ষীরার কলারোয়ার জিকরা দক্ষিণপাড়ার সন্তোষ কুমার রায়েব ছেলে তরুণ কুমার রায়, আলাইপুর উত্তরপাড়ার নূর হোসেন মোড়লের ছেলে শিমুল মোড়ল, উত্তর ভাদিয়ালী গ্রামের আলফাজ আলী সরদারের ছেলে শামীম হোসেন ও সদর উপজেলার সাতবাড়িয়া গ্রামের এবার বিশ্বাসের ছেলে আউয়াল হোসেন।
যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে দাইতলা বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনকভাবে চারজনকে আটক ও তাদের ব্যাগ তল্লাশি করে দশ কেজি রুপা ও এক বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
জব্দ করা হয় ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোনসেট ও নগদ ৬ হাজার ২০৫ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আসামিরা জানান, রুপা ও বিদেশি মদ যশোর থেকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এগুলোর মূল্য ৬৫ লাখ ৭৯ হাজার ৭০৫ টাকা।
আটক চারজনের বিরুদ্ধে চোরাচালান দমন আইনে মামলা দিয়ে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানিয়েছেন সাইফুল্লাহ্ সিদ্দিকী।
এসএস/টিএ