চার বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে মার্কিন ডলারের দাম। মূলত, বৈশ্বিক অস্থিরতার কারণে স্বর্ণের দাম বাড়ায় মার্কিন মুদ্রার এই দরপতন। বুধবার (২৮ জানুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
এক লাফে তিন শতাংশেরও বেশি বেড়ে প্রথমবারের মতো স্বর্ণের দাম ছাড়ায় আউন্স প্রতি ৫ হাজার ২০০ ডলারের ঘর।
চার বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে মার্কিন ডলারের দাম। মূলত, বৈশ্বিক অস্থিরতার কারণে স্বর্ণের দাম বাড়ায় মার্কিন মুদ্রার এই দরপতন। বুধবার (২৮ জানুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
এক লাফে তিন শতাংশেরও বেশি বেড়ে প্রথমবারের মতো স্বর্ণের দাম ছাড়ায় আউন্স প্রতি ৫ হাজার ২০০ ডলারের ঘর। বিশ্লেষকদের মত, মার্কিন মুদ্রার সাথে বিপরীতিমুখী প্রবণতা ডলারের। আর তাই স্বর্ণের দাম আরও বাড়লে কমবে ডলারের মান। বলা হচ্ছে, মার্কিন ডলার এখন আস্থার সংকটে ভুগছে।
দাম সর্বনিম্ন হওয়ায় এই মুদ্রা বিক্রির চাপ বেড়েছে। অনিশ্চয়তায় পড়ছেন বিনিয়োগকারীরা। যদিও, মান কমলেও ডলারের দামকে দারুণ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইউটি/টিএ