সংসদ নির্বাচন

ঢাকা-১৪ আসনের প্রার্থীরা কী কী প্রতিশ্রুতি দিলেন জনগণকে?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইশতেহার ও আচরণবিধি প্রতিপালন বিষয়ে ঢাকা-১৪ আসনের প্রার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ের উদ্যোগে বুধবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় রাজধানীর মিরপুর কলেজ অডিটোরিয়ামে এ সভা হয়।
 
সভায় নিজ নিজ নির্বাচনী ইশতেহার তুলে ধরে বক্তব্য রাখেন বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি এবং জামায়াতে ইসলামীর প্রার্থী ব্যারিস্টার মির আহমাদ বিন কাসেম (আরমান)।
 
ইশতেহার উপস্থাপনকালে জামায়াতে ইসলামীর প্রার্থী ব্যারিস্টার মির আহমাদ বিন কাসেম (আরমান) বলেন,  নির্বাচনের পর জনপ্রতিনিধিদের খুঁজে পাওয়া যায় না। আমি বলি, আমাকে খুঁজতে হবে না, আমিই নাগরিকের মুখোমুখি হবো। জবাবদিহিতা নিশ্চিত করতে ছয় মাস পরপর ব্যয়ের হিসাব জনসম্মুখে তুলে ধরার প্রতিশ্রুতি দেন।
 
একই সঙ্গে পিছিয়ে পড়া এলাকায় সেতু নির্মাণসহ সার্বিক উন্নয়ন, মিরপুর বাংলা কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, নিরাপদ নারী সমাজ গড়তে তাদের নিয়ে কমিউনিটি পুলিশ গঠন এবং নারীবান্ধব পাবলিক টয়লেট স্থাপনের ঘোষণা দেন তিনি।
 
এছাড়া নীরব চাঁদাবাজি বন্ধে ‘পাহারাদার অ্যাপ’ চালু, জুলাই সনদ বাস্তবায়ন এবং তা না হলে আন্দোলনের কথাও জানান তিনি।
 
অন্যদিকে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি বলেন, নিরাপদ ও বাসযোগ্য শহর গড়াই তার প্রধান লক্ষ্য। পানি, গ্যাসসহ সব নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেন তিনি। মাদকমুক্ত সমাজ গঠনে কার্যকর ব্যবস্থা, দুর্নীতিমুক্ত সমাজ গড়তে কর্মসংস্থানের উদ্যোগ এবং ঘরে ঘরে কাজের সুযোগ তৈরির কথা জানান বিএনপির এই প্রার্থী।
 
তিনি আরও বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে একটি হটলাইন চালু করা হবে। বেগম খালেদা জিয়ার আপসহীন রাজনীতির উদাহরণ টেনে তিনি বলেন, কোনো অন্যায়ের সঙ্গে বিএনপি আপস করবে না। নির্বাচনী নীতিমালা প্রতিপালনের ক্ষেত্রেও বিএনপি দৃষ্টান্ত স্থাপন করবে বলে মন্তব্য করেন তিনি।

তিনি তার ইশতেহারে নারী নেতৃত্বে বিএনপির ভূমিকা, রাস্তা ও ফুটপাত সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, ডেঙ্গু মশা নিয়ন্ত্রণ, চাঁদাবাজিমুক্ত ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করার অঙ্গীকার করেন। দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে কাজ করার কথাও বলেন তিনি।
 
মতবিনিময় সভায় ঢাকা-১৪ আসনের অন্যান্য প্রার্থীরাও তাদের নিজ নিজ নির্বাচনী ইশতেহার ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। সভায় নির্বাচন সংশ্লিষ্ট নীতিমালা ও আচরণবিধি যথাযথভাবে প্রতিপালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

এমআই/এসএন

Share this news on:

সর্বশেষ

img
মার্কিন দূতাবাস থেকে স্বতন্ত্র একটি দল ভোট পর্যবেক্ষণে যাবেন : ইসি Jan 28, 2026
img
আমাদের নির্বাচিত করলে ১ মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা হবে : আসিফ Jan 28, 2026
img
সুরের পরে গল্প বলার পালা, পরিচালক হিসেবে ডেবিউ করতে চলেছেন অরিজিৎ Jan 28, 2026
img
আমরা জনগণের পাশে ছিলাম ভবিষ্যতে ও থাকব : ফখরুদ্দিন মানিক Jan 28, 2026
img
পশ্চিমা জোটে টানাপোড়েনের মধ্যে চীন সফরে যাচ্ছেন স্টারমার Jan 28, 2026
img
অসহিষ্ণুতা দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম Jan 28, 2026
img
অবসর ভেঙে আবারও ঘরোয়া ক্রিকেটে ফিরলেন মঈন আলী Jan 28, 2026
img
ইবিতে নিয়োগ ঠেকাতে বিভাগীয় সভাপতিকে ‘অপহরণ’ ছাত্রদল আহ্বায়কের Jan 28, 2026
img
এক মাসে মিলিয়ন ফলোয়ার, কে এই ভাইরাল মডেল নিয়া নোয়ার? Jan 28, 2026
img
সবচেয়ে দুর্বল লিগের খেতাব পেল বিপিএল Jan 28, 2026
img
অরিজিতের শেষ গান কি সালমান খানের সিনেমাতেই, পুরোনো বিবাদ আবারও আলোচনায় Jan 28, 2026
img
নির্বাচনে কোনো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র : রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনস Jan 28, 2026
img
অরিজিতের গান আমার ‘প্লে লিস্ট’-এ সবার প্রথমে থাকে: বিরাট Jan 28, 2026
img
নির্বাচন সফল না হলে বৃত্তচক্রে পড়ে দেশ গণতন্ত্রে ফিরতে পারবে না: আলী রীয়াজ Jan 28, 2026
img
প্রধান উপদেষ্টার কাছে অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি Jan 28, 2026
img
অতীত নিয়ে আমরা আর কামড়াকামড়ি করতে চাই না: জামায়াত আমির Jan 28, 2026
img

ত্রয়োদশ জাতীয় নির্বাচন

ঢাকাসহ তিন জেলায় নামছে ৩৮ প্লাটুন বিজিবি Jan 28, 2026
img
একটি দল ভোটারদের বিকাশ নাম্বার নিচ্ছে, যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: আমিনুল হক Jan 28, 2026
img
অরিজিত নিজেই সিনেমার গান থেকে সরে দাঁড়ানোর কারণ জানালেন Jan 28, 2026
img
মধ্যপ্রাচ্যে ‘বহু দিন’ সামরিক মহড়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের Jan 28, 2026