মঙ্গলবার রাতে একটা পোস্ট। যে ঘোষণায় তোলপাড় হয়ে যায় বিনোদন দুনিয়া। প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়ে অনুরাগীদের চমকে দেন অরিজিত সিং (Arijit Singh)। নতুন বছরের শুভেচ্ছাবার্তায় অরিজিৎ (Arijit Singh Post) লেখেন, “সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা। গত কয়েক বছরে শ্রোতা হিসেবে আপনারা আমাকে যে ভালবাসা দিয়েছেন, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। তবে জানাতে চাই, এখন থেকে প্লেব্যাক ভোকালিস্ট হিসেবে আমি আর কোনও নতুন অ্যাসাইনমেন্ট নেব না। এখানেই আমি ইতি টানছি। এই যাত্রাটা সত্যিই দুর্দান্ত ছিল।” তাঁর এই সংক্ষিপ্ত বার্তাই মুহূর্তে ভাইরাল হয়ে যায়।
নিজেই পরবর্তী একটি কমেন্টে স্পষ্ট করে দেন, নতুনদের জায়গা করে দিতেই তাঁর এই সিদ্ধান্ত। তবে অরিজিৎ ইন্ডাস্ট্রি থেকে মোটেও সরে যাচ্ছেন না। বরং নতুন অবতারে, দ্বিতীয় ইনিংস নিয়ে ফিরতে চলেছেন দর্শক মহলে।
শিল্পীর ঘনিষ্ঠ সূত্রে খবর, এই সিদ্ধান্ত কোনও আচমকা বিদায় নয়, বরং এক নতুন সৃজনশীল যাত্রার শুরু মাত্র। দীর্ঘদিন ধরেই সিনেমা পরিচালনার প্রতি গভীর আগ্রহ ছিল অরিজিতের। অবশেষে সেই স্বপ্ন বাস্তবায়নের পথে হাঁটছেন তিনি। তাঁর পরিচালনায় প্রথম ছবির কাজ নিয়েই ব্যস্ত গায়ক, যার জন্য প্রয়োজন ছিল সম্পূর্ণ মনোযোগ ও সময়। একের পর এক গানের প্রস্তাবের ভিড়ে সেই সুযোগ পাওয়া যাচ্ছিল না বলেই আপাতত প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত।
জানা গিয়েছে, অরিজিতের এই ডেবিউ ছবিতে অভিনয় করবেন অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির কন্যা শোরা সিদ্দিকি। নতুন মুখ, নতুন ভাবনা এবং একেবারে আলাদা দৃষ্টিভঙ্গি নিয়ে ছবিটি তৈরি করতে চান তিনি।
তবে গান থেকে একেবারেই সরে যাচ্ছেন না অরিজিত-এই বিষয়টি নিজেই স্পষ্ট করেছেন তিনি। গান গাওয়া থেকে বিরতি নিলেও সুর সৃষ্টি ও সঙ্গীতচর্চা চলবে আগের মতোই। সব মিলিয়ে, অরিজিত সিংয়ের জীবনে শুরু হতে চলেছে এক নতুন অধ্যায়-যেখানে মাইকের বদলে ক্যামেরার পিছনে দাঁড়িয়ে গল্প বলবেন দেশের অন্যতম জনপ্রিয় সঙ্গীতশিল্পী। অনুরাগীদের চোখ এখন তাঁর পরিচালিত প্রথম ছবির দিকেই।
কেএন/এসএন