দক্ষিণী সিনেমার সুপরিচিত অভিনেতা কমল হাসানের মেয়ে, অভিনেত্রী ও গায়িকা শ্রুতি হাসান আজ (২৮ জানুয়ারি) ৪০ বছরে পা রাখলেন। বাবার পরিচয় ছাড়াই বিনোদন জগতে নিজের এক আলাদা সুনাম তৈরি করেছেন শ্রুতি। যদিও বলিউডে তার সিনেমাগুলো ব্যাপক সাফল্য পাননি, দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রিতে তিনি গুরুত্বপূর্ণ একজন অভিনেত্রী হিসেবে স্বীকৃতি পেয়েছেন। তাছাড়া তার মধুর কণ্ঠও তাকে বিশেষ পরিচিতি দিয়েছে, যা ভক্ত-অনুরাগীদের কাছে সমানভাবে জনপ্রিয়।
শ্রুতি হাসানের অভিনয় যাত্রা শুরু হয় ২০০০ সালে ‘হে রাম’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে। এরপর ২০০৯ সালে ‘লাক’ সিনেমায় নায়িকা চরিত্রে আত্মপ্রকাশ ঘটে। সেই সিনেমায় নিজের কণ্ঠেও গান গেয়েছেন তিনি। এরপর হিন্দি সিনেমা ‘দিল তো বচ্চা হ্যায় জি’, ‘ডি ডে’, ‘গব্বর ইজ ব্যাক’-সহ বহু সিনেমায় অভিনয় করেছেন। দক্ষিণী সিনেমাতেও নিয়মিত কাজ করছেন শ্রুতি। জানা গেছে, একজন সিনেমার জন্য তিনি ৬ কোটি টাকা পারিশ্রমিক পান।
শ্রুতির ব্যবসায়িক দক্ষতাও প্রশংসনীয়। ব্র্যান্ড প্রমোশনের জন্য একেকটি চুক্তিতে ৫ লাখ টাকা পান তিনি। হিসাব অনুযায়ী, মাসে প্রায় ৫০ লাখ টাকা আয় হয়, যা বার্ষিকভাবে ছয় কোটি টাকার সমান। অনুষ্ঠানে গান গাওয়ার জন্যও তিনি এক কোটি টাকা নেন।
শ্রুতি হাসানের মুম্বাইয়ে বিলাসবহুল বাড়ি রয়েছে, যেখানে অনেক ব্যয় করেছেন তিনি এর আভ্যন্তরীণ সাজসজ্জায়। দেশের বিভিন্ন জায়গায় তার আরও বাসস্থান রয়েছে। গাড়ির সম্ভারও চোখে পড়ার মতো; রেঞ্জ রোভার, অডি ও টয়োটা গাড়ি রয়েছে তার কালেকশনে। এমন সব সম্পদ ও অর্জনের মধ্য দিয়ে শ্রুতি হাসান বিনোদন জগতে নিজের প্রতিষ্ঠিত অবস্থান প্রমাণ করেছেন।
এমকে/টিএ