বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে দলটির মনোনিত প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে একটি বিশেষ দল ও তাদের বাচ্চা দল। তারা জনগণের সহানুভূতি নেওয়ার চেষ্টা করছে। তারা চক্রান্তের মাধ্যমে রাজনৈতিক সুবিধা আদায় করতে চায়। কিন্তু বিএনপি কখনোই সন্ত্রাসী কর্মকাণ্ডে বিশ্বাস করে না।
বুধবার দুপুরে (২৮ জানুয়ারি) নির্বাচনী গণমিছিল শেষে মতিঝিল টিঅ্যান্ডটি কলোনির পাশে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মিছিল শেষে সাংবাদিকদের তিনি বলেন, এই মিছিলের মাধ্যমে সারাদেশে বিএনপির যে নির্বাচনি প্রচারণা চলছে, তার মাধ্যমে আমরা স্পষ্টভাবে বুঝিয়ে দিতে চাই—বাংলার জনগণ কোনো ষড়যন্ত্র সহ্য করবে না। নির্বাচনকে কেন্দ্র করে যারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, জনগণ তাদের ফাঁদে পা দেবে না।
তিনি আরও বলেন, যারা সন্ত্রাস করে, যারা চাঁদাবাজি করে, তারাই আজ বেশি কথা বলছে। দয়া করে জনগণকে ভাঁওতা দেবেন না। এ দেশের মানুষ সবকিছু বোঝে। জনগণকে বোকা বানানোর চেষ্টা করবেন না।
মির্জা আব্বাস আশা প্রকাশ করে বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভোটাধিকার অক্ষুণ্ন রাখতে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়নে এ দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে বিএনপিকে ভোট দেবে। জনগণের যে আস্থা বিএনপির প্রতি রয়েছে, তা আরও বাড়িয়ে তুলবো। জনগণ বিএনপিকে বিশ্বাস করে, আর সেই বিশ্বাস আমরা অটুট রাখবো।
এবি/টিএ