এই মুহূর্তে সংগীতজগতের অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় তারকা প্রীতম হাসান। গায়ক হিসেবে যেমন তার দখল শক্ত, তেমনি অভিনয়েও নিয়মিত ও আলোচিত তিনি। মঙ্গলবার (২৭ জানুয়ারি) ছিল এই গায়ক-অভিনেতার জন্মদিন। দিনটি উপলক্ষে সহকর্মী ও অনুরাগীদের শুভেচ্ছা ও ভালোবাসায় ভেসেছেন তিনি।
তবে জন্মদিনের সবচেয়ে স্মরণীয় এবং একই সঙ্গে সবচেয়ে ভয়ংকর সারপ্রাইজটি এসেছে তার স্ত্রী, অভিনেত্রী শাহতাজ মুনিরা হাশেমের কাছ থেকে। যে সারপ্রাইজ প্রীতমকে যেমন আনন্দ দিয়েছে, তেমনি খানিকটা আতঙ্কিতও করেছে।
জানা গেছে, নিজের জন্মদিনেই চট্টগ্রামে নতুন একটি ওয়েব ফিল্ম ‘ক্যাকটাস’-এর শুটিংয়ে ব্যস্ত ছিলেন প্রীতম হাসান। স্বামীকে কিছুই না জানিয়ে জন্মদিনের প্রথম প্রহরে ঢাকা থেকে চট্টগ্রামে উড়ে যান শাহতাজ।
সেখানেই থামেননি তিনি, প্রীতমকে চমকে দিতে শুটিং সেটে পৌঁছে প্রায় ৪০ মিনিটেরও বেশি সময় একটি আলমারির ভেতরে লুকিয়ে থাকেন অভিনেত্রী।
নির্ধারিত সময় অনুযায়ী গভীর রাতে একেবারে ভৌতিক সিনেমার দৃশ্যের মতো হঠাৎ আলমারির দরজা খুলে বেরিয়ে আসেন শাহতাজ। আচমকা এই ঘটনায় প্রীতম রীতিমতো চমকে ওঠেন, প্রায় হার্ট অ্যাটাকের মতো অবস্থা হয়ে যায় বলেও জানিয়েছেন তিনি।
এই বিশেষ মুহূর্তের কথা নিজেই শেয়ার করেছেন প্রীতম হাসান।
সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ত্রীর সঙ্গে কেক কাটার একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, “চট্টগ্রামে উড়ে এসে সরাসরি ‘ক্যাকটাস’-এর সেটে হাজির। আমাকে সারপ্রাইজ দিতে আলমারির ভেতর প্রায় ৪০ মিনিটেরও বেশি লুকিয়ে ছিল প্রায় দমবন্ধ হওয়ার মতো অবস্থা। তারপর গভীর রাতে হরর মুভির দৃশ্যের মতো দরজা খুলে দিল। আমার তো প্রায় হার্ট অ্যাটাকই হয়ে যাচ্ছিল!”
সর্বশেষে স্ত্রীর প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়ে প্রীতম লেখেন, ‘সবচেয়ে বড় আর সবচেয়ে ভয়ংকর সারপ্রাইজ দেওয়ার জন্য ধন্যবাদ এটা আজীবন মনে রাখার মতো।’
উল্লেখ্য, একসময় মডেলিং ও অভিনয়ে নিয়মিত দেখা গেলেও বিয়ের পর পর্দায় শাহতাজ মুনিরা হাশেমের উপস্থিতি কমেছে।
বলা যায়, অভিনয় অনেকটাই ছেড়ে দিয়েছেন তিনি। তবে মাঝেমধ্যে গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হতে দেখা যায় এই গায়িকা-অভিনেত্রীকে।
এমকে/টিএ