বুধবার (২৮ জানুয়ারি) সকালে ভারতের মহারাষ্ট্রে বিমান দুর্ঘটনায় রাজ্যের উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারসহ পাঁচ জন মারা গেছেন। যেই খবরে শুধুমাত্র রাজনৈতিক জগতে নয়, শোকের ছায়া নেমে এসেছে বলিউডের অন্দরেও।
অজিত পাওয়ারের মৃত্যুর খবর আগে থেকে জানতেন না বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। তিনি দিল্লির সংসদের বাইরে অবস্থানরত ছবি শিকারীদের কাছে ঘটনাটি জানার পর স্তব্ধ হয়ে যান। তিনি বলেন, “আমি জানতাম না। সকালে তাড়াহুড়ো থাকে তাই খবর দেখিনি। এই খবরটা শুনে নিজেকে সামলানোর জন্য কিছুটা সময় দরকার আমার।”
উপমুখ্যমন্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করে অজয় দেবগন টুইট করে লেখেন, “মাননীয় উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারজির মর্মান্তিক মৃত্যুতে আমি মর্মাহত এবং শোকাহত। উনার পরিবার প্রিয়জন যে অপূরণীয় ক্ষতির শিকার হলেন, তার জন্য সকলের প্রতি আমার আন্তরিক সমবেদনা।”
অভিনেতা রিতেশ দেশমুখ সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করে লেখেন, উনার মৃত্যু একটি বিশাল ক্ষতি এবং অপূরণীয় শূন্যতা তৈরি করে দিল। মর্মান্তিক দুর্ঘটনায় আমরা অজিত দাদাকে হারালাম, এটি অত্যন্ত মর্মাহত এবং হৃদয়বিদারক ঘটনা। উনার অকাল মৃত্যুতে আমরা সকলে শোকস্তব্ধ।
অনুপম খেরও এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার দাদার মর্মান্তিক মৃত্যুতে গভীরভাবে মর্মাহত। যখনই আমি তার সাথে দেখা করতাম তিনি খুবই ভদ্র এবং দয়ালু ছিলেন! তার পরিবারের প্রতি আমার সমবেদনা। ওম শান্তি।’
অজিত পাওয়ারের মৃত্যুতে চলচ্চিত্র নির্মাতা মধুর ভান্ডারকর শোক প্রকাশ করে বলেন, ‘অজিত পাওয়ারজির অকাল প্রয়াণে গভীরভাবে মর্মাহত ও শোকাহত। রাজ্য রাজনীতির একজন উজ্জ্বল ব্যক্তিত্ব, তাঁর ক্ষতি অপূরণীয়। এই অবিশ্বাস্য কঠিন সময়ে সুনেত্রাজি, পার্থ, জয় এবং পুরো পাওয়ার পরিবারের সদস্যদের সাথে সমবেদনা জানাই। তাদের শক্তি। #ওমশান্তি।’
জানা গেছে, বুধবার সকাল পৌনে ৯টা নাগাদ অবতরণের সময় যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি রানওয়ের একপাশে ছিটকে পড়ে এবং তাৎক্ষণিক আগুন ধরে যায়। বিধ্বস্ত বিমানের ভেতর থেকে দাউদাউ করে জ্বলতে থাকা আগুনের দৃশ্য ও ধ্বংসাবশেষের ছবি ইতোমধ্যেই প্রকাশ্যে এসেছে।
এমকে/টিএ