হিন্দি ছোট পর্দার জনপ্রিয় জুটি গৌরব খান্না ও আকাঙ্ক্ষা চমোলা ‘পাওয়ার কাপল’ হিসাবেই পরিচিত। সম্প্রতি মুম্বাইয়ের বিভিন্ন অনুষ্ঠানে হাত ধরে একসঙ্গে উপস্থিত থাকায় তাদের সম্পর্ক নিয়ে জল্পনা আরও তীব্র হয়। কিন্তু এখন জানা গেছে, তাদের সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হওয়ার খবর ছড়িয়ে পড়েছে। মূল বিষয় reportedly সন্তান নেওয়ার বিষয়ে মতবিরোধ।
গৌরব খন্না বাবা হওয়ার স্বপ্ন দেখেন, তবে স্ত্রী আকাঙ্ক্ষা সন্তান নিতে প্রস্তুত নন। ‘বিগ বস ১৯’-এর ঘরে গৌরব নিজেই জানিয়েছিলেন, সন্তান তাঁর আশা হলেও স্ত্রীকে এত ভালোবাসেন যে সেই আশা পূর্ণ না হলেও চলবে। তবে অনুরাগীরা মনে করছেন, এই বিষয়ে গৌরবের মধ্যে কিছুটা হতাশা রয়েছে। অন্যদিকে, আকাঙ্ক্ষা মনে করেন, সন্তান নেয়ার দায়িত্ব বড় এবং তিনি এখন সেটির জন্য প্রস্তুত নন। ভবিষ্যতে প্রস্তুত হবেন কি না, সেটি এখনও অজানা। তাঁর লক্ষ্য বর্তমানে কেরিয়ার এগিয়ে নেওয়া।
এই মন্তব্যের পর আকাঙ্ক্ষা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, যেখানে তিনি প্রকাশ করেছেন, যে সম্পর্ক শুধুমাত্র প্রয়োজনের কারণে তৈরি হলে সবসময় নিজের মনকে ত্যাগ করতে হয়। অনুরাগীদের ধারণা, এই পোস্টে তিনি গৌরবের সঙ্গে চলমান সমস্যার ইঙ্গিত দিয়েছেন। বিশেষ করে সন্তান নেওয়ার বিষয়ে তাদের মতবিরোধই মূল কারণ বলে মনে করা হচ্ছে।
গৌরব খন্নার পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে কিছু ভক্তের ধারণা, নতুন কোনো প্রজেক্টের প্রচারের জন্যই এই পোস্ট প্রকাশ করা হয়েছে। এমন পরিস্থিতিতে তাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনের সমন্বয় কিভাবে এগোবে, তা এখন দেখার বিষয়।
এমকে/টিএ