ধুমধাম করেই ছোট ছেলের নামকরণ অনুষ্ঠান সারলেন জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিং ও চিত্রনাট্যকার-সঞ্চালক হর্ষ লিম্বাচিয়া। পরিবারের নতুন সদস্যকে ঘিরে আনন্দ, উৎসব আর ভালোবাসায় ভরপুর ছিল এই বিশেষ দিনটি। বুধবার নামকরণ অনুষ্ঠানের মধ্য দিয়েই প্রথমবার প্রকাশ্যে এলো তাদের দ্বিতীয় সন্তানের নাম।
গত বছরের ডিসেম্বর মাসে দ্বিতীয় সন্তানের জন্ম দেন ভারতী সিং। কন্যাসন্তান চাওয়ার ইচ্ছে থাকলেও সদ্যোজাত পুত্রসন্তানের মুখ দেখেই সব আক্ষেপ মিলিয়ে যায় বলে জানিয়েছিলেন তিনি। সন্তান জন্মের খবর ভারতী ও হর্ষ দু’জনেই সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছিলেন অনুরাগীদের সঙ্গে। হাসপাতাল থেকে ফেরার সময় অপেক্ষমাণ আলোকচিত্রীদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান ভারতী, সঙ্গে আনন্দ ভাগ করে নিতে মিষ্টিও বিলিয়েছিলেন।
এরপর এল আরও এক আবেগঘন মুহূর্ত। নামকরণ অনুষ্ঠানে লাল রঙের সাজে নজর কাড়েন ভারতী সিং। হর্ষ লিম্বাচিয়া ও বড় ছেলে লক্ষ্য পরেছিলেন হালকা বেগুনি রঙের পাঞ্জাবি। বাবা ও দাদার সঙ্গে মিল রেখে ছোট্ট পাঞ্জাবিতেই সেজেছিল পরিবারের নতুন সদস্য।
এই অনুষ্ঠানেই জানানো হয়, ছোট ছেলের নাম রাখা হয়েছে যশবীর। নামটির অর্থ সাহসী যোদ্ধা বা পরাক্রমশালী বিজয়ী। ‘যশ’ অর্থ খ্যাতি এবং ‘বীর’ অর্থ সাহস—এই দুই শব্দের সমন্বয়েই রাখা হয়েছে নামটি।
উল্লেখ্য, ২০১৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন ভারতী সিং ও হর্ষ লিম্বাচিয়া। ২০২২ সালে জন্ম নেয় তাদের প্রথম সন্তান লক্ষ্য। এরপর ২০২৫ সালের ডিসেম্বর মাসে দ্বিতীয়বার মা হন ভারতী। নতুন অতিথির আগমনে আরও একবার পূর্ণতা পেল তারকা দম্পতির সংসার।
এমকে/টিএ