মাদারীপুর-১ আসন শিবচরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় বিএনপির ১০ জন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত হওয়া যায়।
প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য মোঃ আছিফ তুহিন গাজী, মাদারীপুরের শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজাহান মোল্লা সাজু, সদস্য মাহবুব মাদবর, শামীম চৌধুরী, ইয়াজ্জেম হোসেন রোমান, শিবচর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক পান্নু গোমস্তা, সাইদুজ্জামান নাসিম, আলমগীর হোসেন আলম, সদস্য মোস্তফা মোল্লা, কুদ্দুস মোল্লা ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক তুমন চৌধুরীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া বলেন, ‘নিশ্চয়ই সংগঠন বিরোধী কর্মকাণ্ড করেছে, সেজন্য তাদেরকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি। এ নিয়ে আমাদের বলার বা করনীয় কিছু নাই। তবে আমার কাছে তালিকা আছে। মাদারীপুর-১ (শিবচর) ও মাদারীপুর-২ (সদর-রাজৈর) আসনে বিদ্রোহী প্রার্থী থাকায় আরও কয়েকজন বহিষ্কারের সম্ভাবনা আছে। মাদারীপুর-৩ (কালকিনি-ডাসার) আসনে কোনো বিদ্রোহী প্রার্থী না থাকায় বহিষ্কারের সম্ভাবনা নাই।’
এমআর/টিএ