নির্বাচনি আচরণবিধি নিয়ন্ত্রণে প্রশাসনিক পক্ষপাতের অভিযোগ তুলে পঞ্চগড়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী মো. সায়েমুজ্জামানের পদত্যাগ দাবি করেছে ১১ দলীয় জোট।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেল থেকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন জোটের নেতাকর্মীরা। দীর্ঘ সময়েও কোন আশ্বাস না পেয়ে রাতের দিকে পদত্যাগের দাবি তোলেন তারা।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক শিশির আসাদ, পঞ্চগড় পৌর জামায়াতের আমীর জয়নাল আবেদীন, সেক্রেটারি নাসির উদ্দীন, বৈষম্য বিরোধী ছাত্র আআন্দোলনের জেলা সমন্বয়ক ফজলে রাব্বী, জেলা ছাত্রশক্তির সেক্রেটারি মাজহারুল ইসলাম সেলিম প্রমুখসহ আরও অনেকে।
তাদের অভিযোগ, বিএনপির প্রার্থী প্রকাশ্যে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালালেও রিটার্নিং কর্মকর্তা কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছেন না। একাধিকবার অভিযোগ জানানো হলেও তা আমলে নেওয়া হয়নি বলে দাবি করেন তারা।
আন্দোলনকারীদের দাবি, বিএনপির প্রার্থী বিধি বহির্ভূতভাবে ফেস্টুন লাগিয়ে নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন। এসব ফেস্টুন অপসারণের জন্য প্রশাসনকে সময় বেঁধে দেওয়া হলেও নির্ধারিত সময়ের মধ্যে কোনো আশ্বাস না পাওয়ায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার পদত্যাগ দাবি তোলা হয়। অবস্থান কর্মসূচির মধ্যেই মাগরিবের সময় জেলা প্রশাসক কার্যালয়ের সামনেই নামাজ আদায় করেন নেতাকর্মীরা।
এদিকে, সন্ধার পর কর্মসূচিতে সংহতি জানান ১১ দলীয় জোট মনোনীত পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জেলা জামায়াতের আমীর মাওলানা ইকবাল হোসাইন এবং জেলা খেলাফত মজলিসের সভাপতি মীর মোর্শেদ তুহিন। এ বিষয়ে জেলা প্রশাসন কিংবা রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এসএস/টিএ