যুক্তরাষ্ট্রের ব্যাটার অ্যারন জোন্সের বিরুদ্ধে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের দুর্নীতি বিরোধী কোডের পাঁচটি ধারা লংঘনের অভিযোগ আনা হয়েছে। বুধবার একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
অভিযোগগুলো মূলত ২০২৩-২৪ মৌসুমে বার্বাডোজের ‘বিম-১০’ টুর্নামেন্টের ঘটনার সাথে সংশ্লিষ্ট, যা সিডব্লিউআই দুর্নীতি বিরোধী কোডের আওতাধীন। পাঁচটি অভিযোগের মধ্যে দুটি আন্তর্জাতিক ম্যাচের সাথে সম্পর্কিত এবং সেগুলো আইসিসির দুর্নীতি বিরোধী কোডের অধীনে পড়ে।
সিডব্লিউআই কোডের অধীনে জোন্সের বিরুদ্ধে অভিযোগগুলো হলো বিম-১০ টুর্নামেন্টে ম্যাচের কোনো অংশ পাতানো বা পাতানোর চেষ্টা করা, দুর্নীতিমূলক কাজে জড়িত হওয়ার প্রস্তাবের বিষয়ে তথ্য প্রকাশ না করা এবং নির্দিষ্ট দুর্নীতি বিরোধী কর্মকর্তার যুক্তিসঙ্গত তদন্তে সহযোগিতা না করা।
এর পাশাপাশি, আইসিসি জোন্সের বিরুদ্ধে দুর্নীতিমূলক কাজে লিপ্ত হওয়ার কোনো প্রস্তাব বা আমন্ত্রণের পূর্ণ বিবরণ তাদের দুর্নীতি বিরোধী ইউনিটকে জানাতে ব্যর্থ হওয়া এবং তদন্তের সঙ্গে প্রাসঙ্গিক তথ্য গোপন বা বিকৃত করে এসিইউ-এর তদন্তে বাধা দেওয়ার অভিযোগ এনেছে।
এই অভিযোগগুলো একটি বৃহত্তর তদন্তের অংশ। আইসিসি ইঙ্গিত দিয়েছে যে, যথাসময়ে অন্য ব্যক্তিদের বিরুদ্ধেও আরও অভিযোগ আনা হতে পারে। জোন্সকে অবিলম্বে সব ধরনের ক্রিকেট থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ২৮ জানুয়ারি থেকে এই অভিযোগগুলোর জবাব দেওয়ার জন্য তিনি ১৪ দিন সময় পাবেন। আইসিসি জানিয়েছে যে, ডিসিপ্লিনারি বা শাস্তিমূলক কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত তারা আর কোনো মন্তব্য করবে না।
৩১ বছর বয়সী জোন্স যুক্তরাষ্ট্রের হয়ে ১০০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এছাড়া তিনি টি-টোয়েন্টিতেও সক্রিয় ছিলেন; যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে সিয়াটল ওরকাস এবং সিপিএল-এ সেন্ট লুসিয়া কিংস এর হয়ে খেলেছেন। এমনকি ২০২৪ সালে সেন্ট লুসিয়া কিংসের শিরোপা জয়ের ফাইনালে তিনি দলের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। জোন্স সর্বশেষ গত নভেম্বরে আবুধাবি টি-১০ লিগে খেলেছিলেন।
এসএস/টিএ