ছোট পর্দা থেকে বড় পর্দা দুই জগতেই পরিচিত মুখ অভিনেত্রী মানালি মনীষা দে। খুব অল্প বয়সেই অভিনয়জগতে পা রাখা মানালিকে পর্দার বাইরে বরাবরই দেখা যায় হাসিখুশি, প্রাণবন্ত এক মানুষ হিসেবে। কিন্তু সেই হাসির আড়ালে যে গভীর শূন্যতা লুকিয়ে রয়েছে, তা আবারও প্রকাশ্যে এল তাঁর সাম্প্রতিক একটি সোশ্যাল মিডিয়া পোস্টে।
সম্প্রতি মায়ের সঙ্গে কাটানো পুরনো দিনের কয়েকটি ছবি ভাগ করে নিয়েছেন মানালি। ছবির সঙ্গে লেখা আবেগঘন ক্যাপশন পড়েই বোঝা যায়, মাকে হারানোর যন্ত্রণা আজও তাঁর কাছে একেবারেই অমলিন। ২০১৬ সালে মাকে হারিয়েছিলেন অভিনেত্রী। দশ বছর পেরিয়েও সেই শূন্যতা যে বিন্দুমাত্র কমেনি, তা স্পষ্ট তাঁর লেখায়। মানালি জানান, এমন কোনও দিন নেই, যেদিন মাকে মনে পড়েনি। কেউ আর তাঁকে ‘বাবুন’ বলে ডাকে না এই ছোট্ট কথাটির মধ্যেই ধরা পড়ে এক আকাশ সমান হাহাকার।
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মাকে আরও বেশি করে মিস করছেন বলেও লেখেন মানালি। মায়ের হাতের রান্না, মায়ের সঙ্গে ছোটখাটো ঝগড়া, একসঙ্গে কাটানো সাধারণ মুহূর্ত সবকিছুই তাঁর মনে আজও সমানভাবে জীবন্ত। বিশেষ করে মায়ের হাতের খিচুড়ির স্বাদ যে আর কোনও রান্নায় পান না, সেই আক্ষেপও উঠে এসেছে লেখায়। জীবনের বড় বড় দিনে মাকে পাশে না পাওয়ার কষ্ট যেন আরও ভারী হয়ে ওঠে সময়ের সঙ্গে সঙ্গে।
পোস্টের শেষ ভাগে মায়ের উদ্দেশে বলা না বলা কথাগুলিও ছুঁয়ে যায় মন। মানালি চান, মা যেন তাঁর মধ্যেই থেকে যান আজীবন। বাবার খেয়াল রাখতে বলেন, আর আশাবাদী কণ্ঠে জানান কিছু বলার থাকলে মা যেন স্বপ্নে এসে বলেন।
যে ছবিগুলি তিনি ভাগ করে নিয়েছেন, তার প্রতিটিই আবেগে ভরা। কোথাও কৈশোরের মানালি, পাশে তরুণী মা, কোথাও দুর্গাপুজোর দশমীর স্মৃতি, আবার কোথাও ছোট্ট মানালি বাবা-মায়ের সঙ্গে সব মিলিয়ে ছবিগুলি যেন তাঁর জীবনের এক একটি অনুভূতির দলিল।
প্রসঙ্গত, ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকের সাফল্যের পর মানালিকে দেখা গিয়েছিল ‘দুগ্গা মনি ও বাঘ মামা’ ধারাবাহিকে। আপাতত অভিনয় থেকে কিছুটা বিরতিতে থাকলেও, অনুরাগীদের আশা খুব শিগগিরই নতুন কোনও কাজে আবার ফিরবেন তিনি। তার আগে অবশ্য মায়ের স্মৃতিতে ডুবে থাকা এই আবেগঘন মুহূর্ত ছুঁয়ে গেল দর্শকের মন।
পিআর/টিকে