সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সবাইকে মনোযোগী হতে হবে : শেখ রবিউল আলম

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি মনোনীত ঢাকা-১০ আসনের প্রার্থী শেখ রবিউল আলম বলেছেন, নির্বাচন একটি রাষ্ট্রের চাহিদা, জনগণের অধিকার এবং রাজনৈতিক দলের দায়িত্ব। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সবাইকে মনোযোগী হতে হবে।

বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর কলাবাগানে ১৬ নম্বর ওয়ার্ড এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শেখ রবিউল আলম বলেন, রাজনৈতিক দল ও প্রার্থীরা নির্বাচনী বিধিবিধান মেনে চললে এবং সবার সহযোগিতা থাকলে দেশের ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন অনুষ্ঠান সম্ভব।

যুব সমাজকে নিয়ে বিএনপির অঙ্গীকার তুলে ধরে রবিউল আলম বলেন, যুবকদের মেধা ও মননযোগ্যতাকে কাজে লাগিয়ে রাষ্ট্রের মূল ধারায় তাদের ভূমিকা নিশ্চিত করা হবে। তিনি ঘোষণা দেন, ‘আমাদের লক্ষ্য ১৮ মাসে এক কোটি বেকারের কর্মসংস্থান নিশ্চিত করা। শিক্ষিত ও বেকার যুবকদের জন্য ভাতা এবং কারিগরি শিক্ষার প্রসার ঘটানো হবে। এ ছাড়া বিদেশে কর্মসংস্থান বৃদ্ধি ও বেসরকারি বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।’

তিনি এমন এক রাষ্ট্রব্যবস্থা গড়ার প্রতিশ্রুতি দেন যেখানে যোগ্যতা ও ন্যায়বিচার প্রাধান্য পাবে এবং যুব সমাজ রাজনৈতিক বিভাজন থেকে মুক্ত থাকবে।

বিগত ১৭ বছরের শাসনব্যবস্থার সমালোচনা করে শেখ রবিউল আলম বলেন, এ সময়ে প্রচণ্ড দুর্নীতি ও স্বজনপ্রীতি হয়েছে। সরকারি সেবা জনগণের পরিবর্তে রাজনৈতিক দলের স্বার্থে পরিচালিত হয়েছে।

তিনি মনে করেন, একটি গণতান্ত্রিক ও নির্বাচিত সরকার ক্ষমতায় এলে জনগণের মধ্যে আস্থা ফিরবে, অস্থিরতা কমবে এবং রাষ্ট্র ব্যবস্থাপনায় গুণগত পরিবর্তন সম্ভব হবে।

বর্তমান পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘বর্তমানে নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকার নিরপেক্ষভাবে কাজ করছে।অনাকাঙ্ক্ষিত কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও তা সামগ্রিক নির্বাচনী ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতে পারবে না।’

তিনি উল্লেখ করেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোপূর্বেই তৎপরতা বৃদ্ধি করেছে এবং তাদের সঠিক সমর্থন দিলে পরিস্থিতি আরও উন্নত হবে।

গণসংযোগকালে স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষ তার সঙ্গে উপস্থিত ছিলেন।

এমআর/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
অদ্রিজার বাগদানে নজর কাড়লেন দেবচন্দ্রিমা! Jan 28, 2026
img
ব্যালন ডি'অরজয়ী ওসমান দেম্বেলের দিকে এবার সৌদি লিগের নজর! Jan 28, 2026
img

খসড়া নীতিমালা প্রকাশ

উচ্চ-ঝুঁকিপূর্ণ এআই সিস্টেমে কঠোর নিয়ন্ত্রণের প্রস্তাব Jan 28, 2026
img
ভোটারদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান রুমিন ফারহানার Jan 28, 2026
img
সন্তান চান না স্ত্রী, বিচ্ছেদের পথে জনপ্রিয় জুটি গৌরব খান্না ও আকাঙ্ক্ষা! Jan 28, 2026
img
১২ ফেব্রুয়ারি ধানের শীষের ভূমিধস বিজয় হবে : সালাহউদ্দিন Jan 28, 2026
img
ছুটির মেজাজে বিদেশ ভ্রমণে অভিনেতা সৌম্যদীপ Jan 28, 2026
img
মৌসুমীকে বিয়ের গুজবে অভিনেতার মন্তব্য Jan 28, 2026
img
অর্থনীতি ঘুরে দাঁড়ালেও সামনে বড় চ্যালেঞ্জ রয়েছে: পরিকল্পনা উপদেষ্টা Jan 28, 2026
img
কোন সিনেমার জন্য ৩৬ বছর আগে মুখোমুখি হয়েছিলেন অক্ষয়-ঐশ্বরিয়া? Jan 28, 2026
img

গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন

৪০ কোটি টাকা ব্যয়ে ছাপানো হচ্ছে ২৬ কোটি ব্যালট Jan 28, 2026
img
স্থায়ী পুনর্বাসন ও সম্প্রীতির সমাজ গড়ার প্রতিশ্রুতি আমিনুল হকের Jan 28, 2026
img
ভাল চরিত্রে কাজ করতে চান অর্জুন কাপুর Jan 28, 2026
জামায়াতের সমাবেশে বক্তব্য রাখছেন ডা. শফিকুর রহমানের স্ত্রী ডা. আমেনা বেগম Jan 28, 2026
img
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের রাজ্যসভায় শোকপ্রস্তাব Jan 28, 2026
img
পাকিস্তান সরে দাড়ালে বিশ্বকাপ খেলতে চায় কোন দল? Jan 28, 2026
img
ঐশ্বরিয়া বলিউডের একমাত্র ‘ন্যাচারাল বিউটি’ : ফারাহ খান Jan 28, 2026
সাকিবকে ঘিরে সরাসরি মত মিশা সওদাগরের Jan 28, 2026
রোলস রয়েস কিনেই শূন্যতা, অকপট স্বীকারোক্তি বাদশার Jan 28, 2026
img
ইয়ামালকে ঠেকাতে জ্যাকব নিসট্রাপ বললেন, ‘উই হ্যাভ আ প্ল্যান’ Jan 28, 2026