ইয়ামালকে ঠেকাতে জ্যাকব নিসট্রাপ বললেন, ‘উই হ্যাভ আ প্ল্যান’

লামিনে ইয়ামালকে আটকাতে চেয়েছে অনেক দলই। মাঝেমধ্যে কিছু ক্লাব ও কোচের কৌশল কাজেও লেগেছে। তবে বার্সেলোনার এই স্প্যানিশ তারকা উইঙ্গারকে থামানো যে কতটা কঠিন সেটা ভালোই জানা আছে সবার। বার্সার ১০ নম্বর জার্সিধারীকে ঠেকাতে নাকি এবার নতুন ফন্দি এটেছেন ডেনমার্কের ক্লাব এফসি কোপেনহেগেনের কোচ জ্যাকব নিসট্রাপ।

চ্যাম্পিয়ন্স লিগে আজ রাতে নিজেদের দূর্গ স্পোটিফাই ক্যাম্প ন্যুতে এফসি কোপেনহেগেনকে আতিথেয়তা দেবে বার্সেলোনা। ইউরোপ শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় লিগ পর্বে সরাসরি শেষ ষোলো নিশ্চিত করতে হলে জয়ের বিকল্প নেই স্বাগতিকদের। এমনকি ১৩ পয়েন্ট নিয়ে নয় নম্বরে থাকা কাতালান ক্লাবটির শুধু জয়ও যথেষ্ট নয়, সেরা আটে থাকতে হলে অন্য ম্যাচের ফলও পাল্টে দিতে পারে সমীকরণ।

বিপরীতে চ্যাম্পিয়ন্স লিগে ২ জয়, ২ হার ও তিন ড্রয়ে আট পয়েন্ট নিয়ে ২৬ নম্বরে আছে কোপেনহেগেন। শীর্ষ ২৪-এ থেকে প্লে অফ খেলতে হলে বার্সার বিপক্ষে পুরো তিন পয়েন্টই লাগবে তাদের।

এমন বাঁচা-মরার ম্যাচের আগে কোপেনহেগেনের কোচ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বার্সার পথ কঠিন করতে সবকিছুই করতে প্রস্তুত তারা। হান্সি ফ্লিকের দলকে প্রতিহত করার জন্য ডেনমার্কের ক্লাবটির কোচ জ্যাকব নিসট্রাপ পরিপূর্ণ পরিকল্পনাও করে রেখেছেন।



ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কোপেনহেগের কোচ বলেন, ‘আমরা ইতিমধ্যেই শক্ত প্রতিপক্ষের বিপক্ষে খেলেছি, যেমন বায়ার্ন, আর এখন বার্সা আমাদের সামনে। বার্সা সেরা একটি দল, যাদের আছে দুর্দান্ত আক্রমণভাগ। কে শুরু করবে সেটা ততটা গুরুত্বপূর্ণ নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে ভালো সংগঠিত থাকা, দৃঢ় রক্ষণ এবং বলের ওপর নিয়ন্ত্রণ ধরে রাখা।’

বার্সার আক্রমণভাগের প্রাণভোমরা ইয়ামাল। ১৮ বছর বয়সী উইঙ্গারকে প্রতিপক্ষের তির-চারজন খেলোয়াড় সামলাতেও হিমশিম খায়। সময়ের অন্যতম সেরা ফুটবলারের মুখোমুখি হওয়ার আগে কোপেনহেগেন কোচ নিশ্চিত করলেন ইয়ামালকে আটকাতে পরিকল্পনা আছে তাদের,‘লামিন দারুণ একজন খেলোয়াড়। অনেক কোচ তাকে থামানোর চেষ্টা করেছেন, এটা প্রায় অসম্ভব। আমাদের ইয়ামালের জন্য একটি পরিকল্পনা আছে, কিন্তু আসল উদ্দেশ্য হচ্ছে আমাদের সেরা খেলাটা উপহার দেওয়া।’

বর্তমানে বার্সাতে খেলছেন কোপেনহেগেনের সাবেক ফুটবলার রুনি বার্গজি। গত গ্রীষ্মে সুইডিশ এই উইঙ্গার কোপেনহেগেন স্প্যানিশ জায়ান্ট ক্লাবটিতে নাম লেখান। ২০ বছর বয়সী এই উঠতি তারককেও প্রশংসায় ভাসান কোপেনহেগেন কোচ, ‘সে খুব ভালো খেলছে, এই কয়েক মাসে অসাধারণ উন্নতি করেছে। আমরা তার জন্য খুব খুশি। সে ইতিমধ্যেই প্রমাণ করেছে যে তার মধ্যে চমৎকার চরিত্র এবং প্রতিভা রয়েছে।’

চ্যাম্পিয়ন্স লিগের পাঁচবারের শিরোপাজয়ী বার্সার বিপক্ষে নিজেদের সম্ভাবনার ব্যাপারে নিসট্রাপ বলেন, ‘ফুটবলে সবসময় সম্ভাবনা থাকে, সবকিছু নির্ভর করবে আমাদের পারফরম্যান্সের ওপর। নিজের দল নিয়ে আত্মবিশ্বাসী নিসট্রাপ আরও বলেন, আমাদের রক্ষণে স্মার্ট হতে হবে, শক্তির জায়গায় জোর দিতে হবে এবং বল নিয়ে কার্যকর ফুটবল খেলতে হবে। রক্ষণাত্মক খেলায় আমার কোনো সমস্যা নেই।’

এসকে/টিএ

Share this news on:

সর্বশেষ

ঋ-ণমু-ক্ত জীবন যাপনের উপায় | ইসলামিক টিপস Jan 28, 2026
শীর্ষ জেনারেলদের অপসারনে চীনের সেনাবাহিনীতে অস্থিরতা Jan 28, 2026
img
যে দেশে চাকরির অনিশ্চয়তা, সেখানে টিকটক করে ডলার কামানো স্বাভাবিক : অর্ষা Jan 28, 2026
img
সাবিনাদের উপেক্ষা করে বাংলাদেশের ক্যাম্পে আরেক প্রবাসী ফুটবলার Jan 28, 2026
img
অবশেষে জামিনে মুক্ত নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম Jan 28, 2026
img
প্রেমের মাসে রানি ভবানীর 'রাজা' অভিনেতা সায়ন বসুর বিয়ে! Jan 28, 2026
img
সৌদি আরবে থাকা ৬৯ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট দেবে বাংলাদেশ : পররাষ্ট্র উপদেষ্টা Jan 28, 2026
img
১৭ বছর লন্ডনে ছিলেন, আগে বাস থেকে নেমে হেঁটে দেখুন: আসিফ মাহমুদ Jan 28, 2026
img
দেশে এমন পরিস্থিতি বিদ্যমান নেই যে ভারতীয় কূটনীতিক বা তাদের পরিবার বিপদে আছে: পররাষ্ট্র উপদেষ্টা Jan 28, 2026
img
ক্রিকেটারদের না পাঠালেও ভারতে যাচ্ছে শুটিং দল Jan 28, 2026
img
হাসি আর ভালোবাসার ছোঁয়ায় প্রিয়াঙ্কা মিত্রের আইবুড়োভাতের মুহূর্ত Jan 28, 2026
img
চট্টগ্রামে নলকূপের গর্তে পড়া শিশুটিকে উদ্ধার Jan 28, 2026
img
বিয়ের আগে হটাৎ অসুস্থ রণজয়, চিন্তায় হবু বউ শ্যামৌপ্তি Jan 28, 2026
img
নির্বাচনের সময় নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন মির্জা আব্বাস Jan 28, 2026
img
জেফারের প্রশংসায় পঞ্চমুখ রাফসান সাবাব Jan 28, 2026
img
অদ্রিজার বাগদানে নজর কাড়লেন দেবচন্দ্রিমা! Jan 28, 2026
img
ব্যালন ডি'অরজয়ী ওসমান দেম্বেলের দিকে এবার সৌদি লিগের নজর! Jan 28, 2026
img

খসড়া নীতিমালা প্রকাশ

উচ্চ-ঝুঁকিপূর্ণ এআই সিস্টেমে কঠোর নিয়ন্ত্রণের প্রস্তাব Jan 28, 2026
img
ভোটারদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান রুমিন ফারহানার Jan 28, 2026
img
সন্তান চান না স্ত্রী, বিচ্ছেদের পথে জনপ্রিয় জুটি গৌরব খান্না ও আকাঙ্ক্ষা! Jan 28, 2026