জালিয়াতিতে বাংলাদেশ বিশ্বচ্যাম্পিয়ন : প্রধান উপদেষ্টা

জালিয়াতিতে বাংলাদেশ বিশ্বচ্যাম্পিয়ন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এই দেশ জালিয়াতির কারখানা হবে না, মানুষের সহায়ক সরকার হবে সবাইকে সেভাবে মন ঠিক করারও আহ্বান জানান তিনি।

বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২৬-এর উদ্বোধন এবং ‘বাংলাদেশ ইনোভেশন চ্যালেঞ্জ’-এর ওয়েবসাইট ও লোগো উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ‘বাংলাদেশ একটি বিষয়ে পৃথিবীর চ্যাম্পিয়ন এখন। আপনাদের সবার জানা আছে হয়তো। তবু আমি আবার বলব। পৃথিবীর চ্যাম্পিয়ন, কিসে? জালিয়াতিতে। সব জিনিস জাল।

বহু দেশ আমাদের পাসপোর্ট গ্রহণ করে না। ভিসা জাল, পাসপোর্ট জাল।’ তিনি বলেন, ‘আপনারা নিশ্চয়ই পত্রিকায় দেখেছেন আমেরিকার ভিসা জাল। এটা একটা জালিয়াতের কারখানা বানিয়েছি আমরা।

আমাদের বুদ্ধি আছে নইলে আমরা এটা করতে পারতাম না। কিন্তু খারাপ কাজে লাগাচ্ছি। যে জালিয়াতি করতে জানে তার কাছে অনেক ক্রিয়েটিভিটি।’ ড. ইউনূস বলেন, ‘কী হবে? এই প্রযুক্তি সে জালিয়াতির কাজে লাগাবে। যদি না আমরা আগে থেকে আমাদের নিজেদের সংশোধন করি।

এই গোড়াগুলো কেটে দিই। হাজারে হাজারে মানুষ, সব কিছু ভুয়া। পারমিশন ভুয়া, ব্যাংক সার্টিফিকেট ভুয়া এবং আমরা এগুলো ইস্যু করছি, যেখান থেকে যাওয়ার কথা সেখান থেকে ইস্যু করছি। কাজেই আমাদের প্রযুক্তিতে আসতে হলে ন্যায্য জিনিস নিয়ে আসতে হবে।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘এই দেশ জালিয়াতির কারখানা হবে না। এটাকে আমরা করতে চাই না। আমরা নিজ গুণে সারা দুনিয়াতে মাথা উঁচু করে দাঁড়াতে চাই। আজ প্রযুক্তির এই বৈঠকে আমরা সেভাবে মন ঠিক করি যে, আমরা জালিয়াতি থেকে বের হয়ে আসব। আমরা তরুণদের উদ্যোক্তা হওয়ার সুযোগ করে দেব। মানুষের সহায়ক সরকার করব, ওভাবে আমাদের চলতে হবে।’

জালিয়াতির কারণে বিদেশে ভিসা জটিলতার কথা তুলে ধরে ড. ইউনূস বলেন, ‘আমি মধ্যপ্রাচ্যের একটি দেশের মন্ত্রীর সঙ্গে আলাপ করছিলাম। তারা বহুদিন থেকে আমাদের প্রবেশাধিকার দিচ্ছে না। শুধু শ্রমিক নয়, বাংলাদেশের কোনো মানুষকে তারা প্রবেশাধিকার দেবে না।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘তাদের বোঝানোর জন্য বললাম আমাদের যে মেরিনার, সারা পৃথিবীতে জাহাজ চালায়, আমাদের গর্বিত হওয়া উচিত, তারা এ শিল্পে নেতৃত্ব দিচ্ছে, তারা এক বন্দর থেকে আরেক বন্দরে যায়। তারা যখন ওই দেশের বন্দরে যায়, তখন কয়েক দিনের জন্য তারা ছুটি পায়। শহরে গিয়ে তারা একটু ঘোরাফেরা করে। আসা-যাওয়া করতে পারে, জাহাজ ছেড়ে স্থলে আসতে পারে। বাংলাদেশি নাগরিক হলে তাদের ওই দেশে নামতে দেওয়া হয় না।’

তিনি বলেন, ‘আমি মিনতি জানালাম যে বেচারারা জাহাজে জাহাজে ঘোরে, অন্তত তাদের জন্য একটু পারমিশন দাও। বলে, আমাদের নিয়মটা সবার জন্য প্রযোজ্য। আমি বললাম, আমার আবেদনটা গ্রহণ করো, শুধু তাদের জন্য দাও। কয়েক মাস পরে শুনলাম মেরিনারদের সেই সুযোগ দিয়েছে। এই ঘটনা একটা-দুইটা দেশ নয়, লম্বা লিস্ট, যাদের দেশে আমাদের প্রবেশাধিকার নেই।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘ওই মন্ত্রী যার সঙ্গে মেরিনারদের নিয়ে আলাপ করলাম। তিনি বলেন, দেখেন আপনি বন্ধু মানুষ, আপনাকে পুরো জিনিসটা আমি বলছি, আমি নিজে গিয়ে দেখেছি, কেন বাংলাদেশিদের রিজেক্ট হচ্ছে। শিক্ষার সার্টিফিকেট ভুল, জালিয়াত। বলল, একজন নারী সে এখানে এসেছে ডাক্তার হয়ে। তার ভিসা হলো ডাক্তার ভিসা। আমি দেখেই বুঝলাম ডাক্তার হওয়ার তার কোনো ক্ষমতা নেই। তার চেহারায় বলে না সে ডাক্তার। স্টাফরা তার সব কাগজপত্র দেখিয়ে বলল, তার সব কিছু ভুয়া, জাল। ওই মন্ত্রী বললেন, তার অ্যাসেসমেন্টে ওই নারীর সর্বোচ্চ গৃহকর্মীর কাজ করবে। কিন্তু নিয়ে এসেছে ডাক্তারের সার্টিফিকেট।’

আইকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
অদ্রিজার বাগদানে নজর কাড়লেন দেবচন্দ্রিমা! Jan 28, 2026
img
ব্যালন ডি'অরজয়ী ওসমান দেম্বেলের দিকে এবার সৌদি লিগের নজর! Jan 28, 2026
img

খসড়া নীতিমালা প্রকাশ

উচ্চ-ঝুঁকিপূর্ণ এআই সিস্টেমে কঠোর নিয়ন্ত্রণের প্রস্তাব Jan 28, 2026
img
ভোটারদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান রুমিন ফারহানার Jan 28, 2026
img
সন্তান চান না স্ত্রী, বিচ্ছেদের পথে জনপ্রিয় জুটি গৌরব খান্না ও আকাঙ্ক্ষা! Jan 28, 2026
img
১২ ফেব্রুয়ারি ধানের শীষের ভূমিধস বিজয় হবে : সালাহউদ্দিন Jan 28, 2026
img
ছুটির মেজাজে বিদেশ ভ্রমণে অভিনেতা সৌম্যদীপ Jan 28, 2026
img
মৌসুমীকে বিয়ের গুজবে অভিনেতার মন্তব্য Jan 28, 2026
img
অর্থনীতি ঘুরে দাঁড়ালেও সামনে বড় চ্যালেঞ্জ রয়েছে: পরিকল্পনা উপদেষ্টা Jan 28, 2026
img
কোন সিনেমার জন্য ৩৬ বছর আগে মুখোমুখি হয়েছিলেন অক্ষয়-ঐশ্বরিয়া? Jan 28, 2026
img

গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন

৪০ কোটি টাকা ব্যয়ে ছাপানো হচ্ছে ২৬ কোটি ব্যালট Jan 28, 2026
img
স্থায়ী পুনর্বাসন ও সম্প্রীতির সমাজ গড়ার প্রতিশ্রুতি আমিনুল হকের Jan 28, 2026
img
ভাল চরিত্রে কাজ করতে চান অর্জুন কাপুর Jan 28, 2026
জামায়াতের সমাবেশে বক্তব্য রাখছেন ডা. শফিকুর রহমানের স্ত্রী ডা. আমেনা বেগম Jan 28, 2026
img
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের রাজ্যসভায় শোকপ্রস্তাব Jan 28, 2026
img
পাকিস্তান সরে দাড়ালে বিশ্বকাপ খেলতে চায় কোন দল? Jan 28, 2026
img
ঐশ্বরিয়া বলিউডের একমাত্র ‘ন্যাচারাল বিউটি’ : ফারাহ খান Jan 28, 2026
সাকিবকে ঘিরে সরাসরি মত মিশা সওদাগরের Jan 28, 2026
রোলস রয়েস কিনেই শূন্যতা, অকপট স্বীকারোক্তি বাদশার Jan 28, 2026
img
ইয়ামালকে ঠেকাতে জ্যাকব নিসট্রাপ বললেন, ‘উই হ্যাভ আ প্ল্যান’ Jan 28, 2026