বাংলাদেশের টেলিভিশন জগতের আলোচিত মুখ প্রিয়াঙ্কা অগ্নিলা ইকবাল, যিনি অগ্নিলা নামেই বেশি পরিচিত, আজ ২৮ জানুয়ারি জন্মদিন উদযাপন করছেন। শিশুশিল্পী হিসেবে তার মিডিয়ায় পথচলা শুরু হলেও দ্রুতই তিনি টেলিভিশন নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করেন।
অগ্নিলার মিষ্টি হাসি, স্বাভাবিক অভিনয় ও পর্দায় সাবলীল উপস্থিতি তাকে বিশেষ করে তুলেছে। এই গুণগুলোর কারণে তিনি নাটকের পাশাপাশি গ্রামীণফোন, কোকাকোলা সহ বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ডের বিজ্ঞাপনে মডেল হিসেবেও কাজ করেছেন।
২০০১ সালে পরিবার নিয়ে কানাডায় পাড়ি জমানো অগ্নিলা সেখানে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন এবং বর্তমানে সেখানেই বসবাস করছেন। নিয়মিত অভিনয় না করলেও মাঝে মাঝে বিশেষ দিবসের নাটকে তাকে দেখা গেছে। জন্মদিনের এই দিনে তার প্রতি অভিনন্দন জানাচ্ছেন অনুরাগীরা।
এসকে/টিএ