প্লেন বিধ্বস্ত হয়ে মারা গেছেন ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী এবং দেশটির রাজনৈতিক দল ন্যাশনাল কংগ্রেস পার্টির (এনসিপি) নেতা অজিত পাওয়ার (৬৬)। দুর্ঘটনায় অজিত পাওয়ার ছাড়াও আরও চারজন নিহত হয়েছেন।
ভারতের সিভিল এভিয়েশন ডিরেক্টরেট জেনারেল (ডিজিসিএ) থেকে প্রাথমিক প্রতিবেদনের বরাতে এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিট নাগাদ প্লেনটি যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়। বারামতি বিমানবন্দরে অবতরণের চেষ্টা করার সময় পাইলট নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, যার ফলে প্লেনটি রানওয়েতে আগুন ধরে যায়। ফ্লাইট রাডারের তথ্যানুসারে, প্লেনটি বারামতি বিমানবন্দরে দ্বিতীয়বার পৌঁছানোর চেষ্টা করার সময় বিধ্বস্ত হয়।
দুর্ঘটনাকবলিত প্লেনটি হলো ভারতের অন্যতম বৃহত্তম নন-শিডিউলড ফ্লাইট অপারেটর ভিএসআর ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেডের মালিকানাধীন একটি লিয়ারজেট ৪৫এক্সআর মডেলের।
কানাডার কিউবেকে সদরদপ্তর থাকা নির্মাতা প্রতিষ্ঠান বোম্বারডিয়ার অ্যারোস্পেসের (১৯৯৮-২০০৯) নির্মিত লিয়ারজেট৪৫ এয়ারক্রাফটি একটি মাঝারি আকারের ব্যবসায়িক জেট। আটজন যাত্রী ধারণক্ষমতা সম্পন্ন এই এয়ারক্রাফটের রেঞ্জ ২০০০-২২৩৫ নটিক্যাল মাইল।
দুটি হানিওয়েল টিএফই৭৩১ ইঞ্জিনের চালিত উড়োজাহাজটি ৫১ হাজার ফুট পর্যন্ত উড়তে পারে। এর ডানার বিস্তৃতি ৪৭ ফুট এবং ওজন ৯৭৫২ কেজি।
ভিএসআর ভেঞ্চার্স ব্যক্তিগত জেট চার্টার, হেলিকপ্টার ভাড়া, এয়ার অ্যাম্বুলেন্স এবং উড়োজাহাজ লিজিংয়ে অভিজ্ঞ। তাদের বহরে লিয়ারজেট৪৫এক্সআর, বিচক্রাফট সুপার কিং এয়ার বি২০০ এবং অগাস্তা১০৯ হেলিকপ্টারের মতো বিভিন্ন এয়ারক্রাফট রয়েছে।
টিজে/এসএন