ব্যালন ডি'অরজয়ী ওসমান দেম্বেলের দিকে এবার সৌদি লিগের নজর!

বাতাসে এবার নতুন গুঞ্জন। ব্যালন ডি'অরজয়ী ওসমান দেম্বেলের দিকে নাকি নজর পড়েছে সৌদি আরবের। আসন্ন গ্রীষ্মকালীন দলবদল উইন্ডোর আগে সৌদি প্রো লিগ পাখির চোখ করেছে পিএসজির এই ফরাসি সুপারস্টারকে। বলা হচ্ছে ওসমান দেম্বেলেকে মধ্যপ্রাচ্যে নিয়ে আসতে সফল হলে এটি হবে ক্রিস্টিয়ানো রোনালদোর পর সৌদি লিগের 'সবচেয়ে বড় চুক্তি'।

যদিও পিএসজিতে দেম্বেলের বর্তমান চুক্তির মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত, কিন্তু সৌদি প্রো লিগের শীর্ষ কর্মকর্তারা একটি আকর্ষণীয় আর্থিক প্রস্তাব তৈরির প্রস্তুতি নিচ্ছেন। সৌদি প্রো লিগ এরই মধ্যে রোনালদো, করিম বেনজেমা, রুবেন নেভেস, নেইমার ও সাদিও মানের মতো বহু বড় তারকাকে মধ্যপ্রাচ্যে নিয়ে এসেছে। এবার সেই তালিকায় হাইপ্রোফাইল লক্ষ্য হিসেবে যুক্ত হয়েছেন দেম্বেলে।

স্কাই স্পোর্টস নিউজের মতে, সম্ভাব্য গ্রীষ্মকালীন ট্রান্সফার নিয়ে এরইমধ্যে 'প্রাথমিক অনুসন্ধান' করা হয়েছে। তবে দেম্বেলে বর্তমানে পিএসজির চলমান মৌসুম নিয়েই মনোযোগী এবং এরপর তার লক্ষ্য ফ্রান্সের হয়ে গ্রীষ্মের বিশ্বকাপে ভালো করা।

ফ্রান্সের এই তারকা আগেই জানিয়েছেন যে উত্তর আমেরিকা, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে শিরোপা জেতাই তার লক্ষ্য। সিএনএনকে তিনি বলেন, 'আমরা জানি শেষ পর্যন্ত যেতে কী লাগে এবং আমরা ট্রফিটা দেশে আনার জন্য সবকিছু করার চেষ্টা করব। যুক্তরাষ্ট্রে আমাদের একটি মিশন আছে। আমরা অনেক দিন ধরেই এই বিশ্বকাপ নিয়ে কথা বলছি এবং আমি মনে করি আমরা সেই চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকব।'

তবে বিশ্বকাপ শেষে দেম্বেলে ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবনাচিন্তা করতে পারেন, বিশেষ করে যখন পিএসজির সঙ্গে তার চুক্তির মেয়াদে মাত্র দুই বছর বাকি থাকবে।

স্কাই স্পোর্টস নিউজের কাভে সোলহেকল এই জল্পনা নিয়ে নিজের মতামত দিয়েছেন, 'যদি এটা ঘটে, তবে রোনালদোকে সাইন করানোর পর সৌদি আরবের জন্য এটিই হবে সবচেয়ে বড় চুক্তি। সৌদি প্রো লিগের ক্লাবগুলো একটি বড় গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোর অপেক্ষায় রয়েছে এবং যাদের তারা দলে টানতে চায়, তাদের একজন ওসমান দেম্বেলে। এটা কি সম্ভব? আমার মনে হয় সম্ভাবনা কম- তবে সৌদি আরবের ফুটবলের চিত্র বদলাচ্ছে।'



তিনি যোগ করেন, 'আগে ক্লাবগুলো কার্যত রাষ্ট্রের অর্থায়ন ও নিয়ন্ত্রণে ছিল। এরপর কিছু বড় ক্লাব সার্বভৌম সম্পদ তহবিলের মালিকানায় যায়। এখন পরিস্থিতি এমন যে ক্লাবগুলো ধীরে ধীরে উন্মুক্ত হচ্ছে এবং বেসরকারি বিনিয়োগ আকর্ষণ করছে। ফলে শুধু সৌদি রাষ্ট্রের অর্থই নয়, ব্যক্তিগত বিনিয়োগকারীরাও নিজেদের টাকা দিয়ে বড় নামের খেলোয়াড় সাইন করাতে চাইবে। তারা হয়তো তাকে দলে নেওয়ার চেষ্টা করবে, কিন্তু ক্যারিয়ারের সেরা সময়ে থাকা অবস্থায় দেম্বেলে সৌদি আরবে যেতে চাইবেন কি না- সেটাই দেখার বিষয়।'

এ মৌসুমেই দেম্বেলের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা খবরের শিরোনামে এসেছে, কারণ ব্যালন ডি’অর জয়ের পর তার নামে বড় অঙ্কের বেতন বাড়ানোর দাবির গুঞ্জন শোনা গেছে। তবে পিএসজি কোচ লুইস এনরিকে এই দাবি নাকচ করে জানিয়েছেন, দেম্বেলে নতুন চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। ক্লাব সভাপতি নাসের আল-খেলাইফিও সতর্ক করে জানিয়েছেন, খেলোয়াড়দের ক্লাবের বেতন কাঠামোর মধ্যেই থাকতে হবে।

তিনি বলেন, 'ক্লাবের নীতি অনুযায়ী আমাদের একটি বেতন সীমা রয়েছে-যা সবাই জানে। সবাইকে তা মানতে হবে। দল ও ক্লাবই সবার আগে, কোনো ব্যক্তির চেয়ে বড় নয়।'

গত মৌসুমে দেম্বেলে পিএসজির হয়ে চারটি শিরোপা জিতেছিল, যার মধ্যে ছিল ক্লাবের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি। তবে চলতি মৌসুমে তারা এখনো নিজেদের সেরা ছন্দে পৌঁছাতে পারেনি।

বুধবার (২৮ জানুয়ারি) পার্ক দে প্রিন্সেসে নিউক্যাসলের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের শেষ ম্যাচে তারা মাঠে নামবে। লক্ষ্য থাকবে শীর্ষ আটে থেকে সরাসরি শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করা।

হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে দেম্বেলে সম্প্রতি ফিরেছেন এবং এই ম্যাচে তার শুরুর একাদশে থাকার সম্ভাবনা রয়েছে। চলতি মাসে পিএসজির হয়ে পাঁচ ম্যাচে তিনি তিনটি গোল ও দুটি অ্যাসিস্ট করেছেন।

এসকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
তারেক জ্বরে’ কাঁপছে দেশ, দেখে ঈর্ষায় শেষ অপরিপক্ক নবীন নেতারা: প্রিন্স Jan 28, 2026
img
খড়কুটোর মত উড়ে গেল ভারত, নিউজিল্যান্ডের দাপুটে জয় Jan 28, 2026
img
দেশের ইতিহাসে সর্বোচ্চ স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৭৩৪৮ টাকা Jan 28, 2026
img
ফের ছোটপর্দায় ফিরছেন অভিনেত্রী দেবাদৃতা! Jan 28, 2026
img
বিএনপিতে যোগ দিলেন আ. লীগের ৩ শতাধিক নেতাকর্মী Jan 28, 2026
img
জামায়াত কাউকে দুর্নীতি ও চাঁদাবাজি করতে দেবে না: ডা. শফিকুর রহমান Jan 28, 2026
img
ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ডিএমপির ১ হাজার ৫৭৩টি মামলা Jan 28, 2026
img
মেয়ের ভিডিও লাইভে এসে কী বললেন কিম কার্দাশিয়ান? Jan 28, 2026
img
জামায়াত আমিরের সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Jan 28, 2026
img
৩০ জানুয়ারি নির্বাচনি প্রচারণায় রংপুরে যাচ্ছেন তারেক রহমান Jan 28, 2026
img
প্লেব্যাক ছাড়ার ঘোষণার পর রাতভর বাড়ি ফেরেননি অরিজিৎ সিং! Jan 28, 2026
img
গাজার শাসনভার হস্তান্তর করতে প্রস্তুত হামাস Jan 28, 2026
img
সাফ ফুটসালজয়ী সাবিনাদের জন্য প্রস্তুত ছাদখোলা বাস Jan 28, 2026
img
মাদারীপুরে বিএনপির ১০ নেতাকর্মীকে বহিষ্কার Jan 28, 2026
img
জয়লাভ না করলে তারেক রহমান মনঃকষ্ট পাবেন: নুর Jan 28, 2026
img
কনা আমার শত্রু জানতামই না, ভক্তকে ন্যান্সি Jan 28, 2026
img
নির্বাচন পরিচালনায় আওয়ামী লীগের কোনো দোসর নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা Jan 28, 2026
img
ফাঁস হলো পাকিস্তানের বিশ্বকাপ ভ্রমণ পরিকল্পনা! Jan 28, 2026
img
সমুদ্রের নিচে গোপন মিসাইল সুড়ঙ্গ প্রকাশ ইরানের Jan 28, 2026
img
শেরপুরে বিএনপি ও জামায়াতের সংঘর্ষে প্রাণ গেল জামায়াত নেতার Jan 28, 2026