গত ২৫ জানুয়ারি মুম্বইয়ে দক্ষিণী রীতিতে অভিনেত্রী অদ্রিজা রায় তার বাগদান সম্পন্ন করলেন। ‘অনুপমা’ ধারাবাহিক খ্যাত এই অভিনেত্রী নতুন জীবনের প্রথম অধ্যায় শুরু করলেন তাঁর প্রেমিক বিগ্নেশ আইয়ারের সঙ্গে। ফুলে ফুলে সাজানো এক খামারবাড়িতে অনুষ্ঠিত এই বিশেষ অনুষ্ঠানে অদ্রিজা লাল কাঞ্জিভরম শাড়িতে যেন একদম দক্ষিণী নববধূর রূপে উপস্থিত ছিলেন। সোনার গয়না ও ফুলের অলংকার তাঁর সাজে যোগ করেছিল অতিরিক্ত আভিজাত্য। অন্যদিকে বিগ্নেশ পরেছিলেন সাদা দক্ষিণী লুঙ্গি ও নীল রঙের পাঞ্জাবি।
বাগদানে আলাদা করে নজর কাড়েন অদ্রিজার ঘনিষ্ঠ বন্ধু দেবচন্দ্রিমা সিংহ। প্যাস্টেল শেডের লেহেঙ্গায় তিনি মণ্ডপের সাজসজ্জার সঙ্গে দারুণ মানিয়ে গিয়েছিলেন। শুধু লেহেঙ্গাই নয়, দেবচন্দ্রিমা নিজেও দক্ষিণী স্টাইলে সম্পূর্ণ সাজ সম্পন্ন করেছিলেন। অদ্রিজা ও বিগ্নেশের সঙ্গে একাধিক ফটোশুটের মুহূর্ত তিনি নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেছেন। এছাড়া জামাইবাবুর সঙ্গে হাসিমুখে পোজ দিতে দেখা গেছে তাঁকে।
দেবচন্দ্রিমা পোস্ট করেছেন, “আমার সবচেয়ে প্রিয় মানুষটা আজ তার পছন্দের মানুষকে খুঁজে পেল। আজ যেন হাসি থামছেই না।” গত বছর থাইল্যান্ডে অদ্রিজার জন্মদিনে দেবচন্দ্রিমা তাঁর সঙ্গে ছিলেন, তখনই অভিনেত্রী জানিয়েছিলেন, আগামী জন্মদিনটা তিনি বিবাহিত অবস্থায় কাটাতে চান। অবশেষে পূরণ হলো সেই ইচ্ছে।
অদ্রিজা এক সাক্ষাৎকারে জানিয়েছেন, এক কমন বন্ধুর মাধ্যমে তাঁর পরিচয় বিগ্নেশের সঙ্গে হয়েছিল। প্রথম দেখাতেই ভালো লাগা, তারপর বন্ধুত্ব এবং সেখান থেকেই জন্ম নেয় ভালোবাসা। ব্যক্তিগত জীবন বরাবরই তিনি আড়ালে রাখলেও, এবার জীবনের এই সুন্দর অধ্যায় সকলের সঙ্গে ভাগ করে নিতে দ্বিধা করেননি।
পিআর/টিকে