৩ দিনের নির্বাচনী সফরে আজ উত্তরবঙ্গ যাচ্ছেন তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ বৃহস্পতিবার তিন দিনের নির্বাচনী সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন। আজ দুপুর ১২টা ২৫ মিনিটে ঢাকা থেকে বিমানে প্রথমে রাজশাহী যাবেন তিনি।

দুপুর দেড়টার দিকে তিনি সেখানে শাহ মাখদুম (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর দুপুর দেড়টায় রাজশাহী মাদরাসা মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান।

এদিকে আজ বিকেলে এটিম মাঠ, কাজীর মোড়, নওগাঁয় নির্বাচনী সমাবেশে যোগ দেবেন তারেক রহমান। পরে সন্ধ্যা সাড়ে ৭টায় বগুড়ায় আলফুন্নেছা খেলার মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন তিনি। প্রথম দিনের কর্মসূচি শেষে বগুড়া নাজ গার্ডেনে রাত্রি যাপন করবেন তারেক রহমান।

রাজশাহীতে নির্বাচনী সমাবেশে বক্তব্য দেবেন তিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী মহানগরী এবং চারটি জেলা আয়োজিত এই সমাবেশ অনুষ্ঠিত হবে রাজশাহী মাদরাসা মাঠে। সেখানে বক্তব্য দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

তারেক রহমানের আগমন উপলক্ষে গতকাল বুধবার দুপুর আড়াইটার দিকে রাজশাহী মাদরাসা মাঠে সাংবাদিকদের রাজশাহী সদর আসনের বিএনপি প্রার্থী ও চেয়ারম্যানের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, বৃহস্পতিবার দুপুরের দিকে সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে দলের চেয়ারম্যানের।

২২ বছর পর তারেক রহমান রাজশাহী আসছেন। এ উপলক্ষে রাজশাহী মহানগরী জনসমুদ্রে পরিণত হবে বলে আশা করা হচ্ছে।

বগুড়ায় ব্যাপক প্রস্তুতি : সবকিছু ঠিক থাকলে দীর্ঘ ১৯ বছর পর আজ বৃহস্পতিবার সন্ধ্যার পর বগুড়ার মাটিতে পা রাখবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তাঁর আগমন ঘিরে জেলাজুড়ে বইছে আনন্দ ও উত্সবের আমেজ। কাছ থেকে একনজর দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন নেতাকর্মী, সমর্থকসহ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোশারফ হোসেন গণমাধ্যমকে জানান, দেশের মানুষ বুঝতে পেরেছে, গণতন্ত্র ও দেশকে রক্ষা করতে হলে বিএনপির বিকল্প নেই। কারণ এটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল। যিনি স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা এবং বিশ্ব স্বীকৃত দেশপ্রেমিক সত্ একজন নেতা।

তাঁরই দেখিয়ে দেওয়া পথ ধরেই বেগম খালেদা জিয়া মৃত্যু পর্যন্ত দেশের জন্য লড়াই-সংগ্রাম করেছেন। বেগম জিয়া যেভাবে বিপুল ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে পরাজিত করেছেন, আশা করি তাঁর চেয়েও বেশি ভোটের ব্যবধানে তারেক রহমান বগুড়া-৬ (সদর) আসন থেকে বিজয়ী হবেন।

তারেক রহমানের আগমন ঘিরে জেলাজুড়ে শুরু হয়েছে ব্যতিক্রমী এক উৎসবমুখর পরিবেশ। তারেক রহমানের আগমন উপলক্ষে নানা কর্মসূচি আয়োজনের প্রস্তুতি চলছে। কর্মসূচি সফল করতে জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড ও পৌরসভা পর্যায়ের নেতাকর্মীরা দিন-রাত পরিশ্রম করছেন।

বগুড়ায় পৌঁছে তারেক রহমান শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ, দত্তবাড়ী শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল ও জেলা বিএনপির কার্যালয় পরিদর্শন করবেন। পরদিন সকালে বগুড়া শহরের চারমাথা, বারপুর, সাবগ্রামসহ তাঁর নির্বাচনী এলাকায় গণসংযোগ করবেন এবং পথসভায় বক্তব্য দেবেন। পরে তিনি বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে পৃথক একাধিক পথসভায় বক্তব্য শেষে গাবতলী উপজেলার বাগবাড়ী বাবার জন্মস্থানে যাবেন। কর্মসূচি শেষে তিনি রংপুরের উদ্দেশে বগুড়া থেকে রওনা করবেন।

আগামীকাল শুক্রবার বিকেল পৌনে ৪টায় শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু করবেন তারেক রহমান। পরে তিনি বিকেল সাড়ে ৪টায় রংপুর ঈদগাহ মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন।

আগামী শনিবার সিরাজগঞ্জে বিসিক শিল্পপার্কে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন তারেক রহমান। পরে বিকেল ৪টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দরুন চরজানা বাইপাসে নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি। এদিন রাত ৮টায় গুলশানের বাসভবনে তাঁর ফিরে আসার কথা রয়েছে।

পিএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
বিএনপির জয় নিশ্চিত বুঝেই ষড়যন্ত্র হচ্ছে: আবদুস সালাম Jan 29, 2026
img
ইউরোপ চীনের সহায়তায় যুক্তরাজ্যকে আরও নিরাপদ ও ধনী করতে চাই : কিয়ার স্টারমার Jan 29, 2026
img
৫ লাখ অবৈধ অভিবাসীকে স্বীকৃতি দিচ্ছে স্পেন Jan 29, 2026
img
ড্র করে প্লে-অফ নিশ্চিত করল পিএসজি ও নিউক্যাসল Jan 29, 2026
img
রবীন্দ্রনাথকে শান্তির নোবেল, বিজেপি নেতার বক্তব্যে বিতর্ক Jan 29, 2026
img
রিয়াল মাদ্রিদকে হারিয়ে প্লে-অফে জায়গা করে নিল বেনফিকা Jan 29, 2026
img
ট্রাম্প প্রশাসনের অনিশ্চয়তায় ভারত-ইইউর নতুন বাণিজ্য চুক্তি Jan 29, 2026
img
বাঁশের লাঠি নিয়ে ভোটকেন্দ্রে অবস্থান করার আহ্বান খেলাফত মজলিসের নেতার Jan 29, 2026
img
ঘুরে দাঁড়িয়ে চ‍্যাম্পিয়ন্স লিগের সেরা আটে বার্সেলোনা Jan 29, 2026
img
জ্বালানি তেল নিয়ে ফেরার সময় নৌপুলিশের বোটে আগুন, আহত ১ Jan 29, 2026
img
গালাতাসারাইকে হারিয়ে চ‍্যাম্পিয়ন্স লিগের সেরা আটে ম‍্যান সিটি Jan 29, 2026
img
নারায়ণগঞ্জে যুবদলের ৪ নেতা বহিষ্কার Jan 29, 2026
img
গোল উৎসব করে শেষ ষোলোয় লিভারপুল Jan 29, 2026
img
আশুলিয়ায় সরকারি চাল ও আটা বিক্রির অভিযোগে ২ দোকানিকে জরিমানা Jan 29, 2026
img
সালমানের সঙ্গে দ্বন্দ্বে থমকে যাচ্ছিল ক্যারিয়ার! সেই ভাইজানের ছবিতেই জীবনের ‘শেষ প্লেব্যাক’ অরিজিতের Jan 29, 2026
img
আজ থেকে ঢাকাসহ ৩ জেলায় মাঠে নামছে ৩৮ প্লাটুন বিজিবি Jan 29, 2026
img
পারস্পরিক সম্মতিতে চেলসি ছাড়লেন রহিম স্টার্লিং Jan 29, 2026
img
আর কোনো স্বৈরাচার না চাইলে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে : আসিফ মাহমুদ Jan 29, 2026
img
বিশ্ববাজারে কমেছে আকরিক লোহার দাম Jan 29, 2026
img
পুঁজিবাজারে বড় মূলধনের কোম্পানিতে ভর করে সূচকের বৃদ্ধি, কমেছে লেনদেন Jan 29, 2026