রণবীর সিংয়ের বিরুদ্ধে এফআইআর

বলিউডের ‘এনার্জি কিং’ খ্যাত রণবীর সিং এবার বড়সড় আইনি জটিলতায়। পর্দার ‘ধুরন্ধর’ অভিনেতা বাস্তবে জড়িয়ে পড়লেন ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার গুরুতর অভিযোগে। কর্ণাটকের উপকূলবর্তী অঞ্চলের পবিত্র চৌভুন্ডি দৈব সংস্কৃতি ও হিন্দু ধর্মকে অপমান করার দায়ে বেঙ্গালুরুতে এই অভিনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

কয়েক মাস আগে গোয়ার একটি অনুষ্ঠানে মঞ্চে উঠে রণবীর সিং ব্লকবাস্টার কন্নড় সিনেমা ‘কান্তারা’র ভূয়সী প্রশংসা করছিলেন। অতিউৎসাহী হয়ে তিনি ছবিতে দেখানো পবিত্র ‘চৌভুন্ডি’ দৈবের বাচনভঙ্গি ও চিৎকার নকল করে দেখান। শুধু তাই নয়, এই পবিত্র দৈব শক্তিকে তিনি ‘মহিলা ভূত’ বলে সম্বোধন করেন। আর এখান থেকেই বিতর্কের আগুনের সূত্রপাত। স্থানীয় সংস্কৃতিতে এই দৈব অত্যন্ত পবিত্র এবং শ্রদ্ধার আসন অলংকৃত করে। রণবীরের এমন আচরণকে কর্নাটকের সনাতন ধর্মাবলম্বীরা তাদের সংস্কৃতির প্রতি চরম অবমাননা হিসেবে দেখছেন।

বুধবার (২৮ জানুয়ারি) বেঙ্গালুরুর হাই গ্রাউন্ড থানায় রণবীরের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন আইনজীবী প্রশান্ত মেঠাল। পুলিশ সূত্রের খবর, ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ১৯৬, ২৯৯ এবং ৩০২-এই তিনটি গুরুতর ধারায় মামলা রুজু হয়েছে। অভিযোগনামায় স্পষ্ট বলা হয়েছে, হিন্দু দেবদেবীদের বিরুদ্ধে আপত্তিজনক মন্তব্য করেছেন রণবীর এবং চামুণ্ডাদেবীর মতো অভিনয় করতে গিয়ে তিনি আদতে কর্ণাটকের এই দেবীকে অপমান করেছেন।



ঋষভ শেঠির অস্বস্তি ও বারণ ঘটনার সময় দর্শকাসনে উপস্থিত ছিলেন ‘কান্তারা’ সিনেমার পরিচালক ও অভিনেতা ঋষভ শেঠি। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, রণবীর যখন মঞ্চে ওই অঙ্গভঙ্গি করছিলেন, তখন তিনি দর্শকাসন থেকে বারবার তাকে থামতে নিষেধ করেছিলেন; কিন্তু রণবীর সেই বারণ কানে তোলেননি।

ঋষভের কথায়, ‘আমি খুব অস্বস্তিতে পড়েছিলাম। হতে পারে, এটা ছবি বা অভিনয়। কিন্তু যে দৈবকে দেখানো হয়েছে, তা খুবই পবিত্র ও সংবেদনশীল বিষয়। তাই আমি যেখানেই যাই, এই দৈবের নকল করতে নিষেধ করি। এই দেবদেবী আমাদের সঙ্গে খুব গভীরভাবে জড়িয়ে আছেন।’

ক্ষমা চেয়েও মিলল না রেহাই সোশ্যাল মিডিয়ায় তোপের মুখে পড়ে এর আগে রণবীর সিং ক্ষমা চেয়েছিলেন; কিন্তু তাতেও চিড়ে ভিজল না। শেষমেশ আইনি খড়্গ নেমে এল তার ওপর।

এফআইআর দায়ের হওয়ার পর এখন পর্যন্ত রণবীর সিং বা তার টিমের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে আইনি বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতীয় ন্যায় সংহিতার ধারাগুলো বেশ কড়া হওয়ায় অভিনেতাকে বড়সড় জবাবদিহিতার মুখে পড়তে হতে পারে।

এমআই/এসএন


Share this news on:

সর্বশেষ

img
বিশ্বকাপ না খেলার জন্য ক্রিকেটারদের নিয়ে শুরু হচ্ছে কন্ডিশনিং ক্যাম্প Jan 29, 2026
img
যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে কী হবে, মুখ খুলল চীন Jan 29, 2026
মার্কিন হামলার কতটা শক্তিশালী জবাব দিবে ইরান Jan 29, 2026
ত্রুবিনের রূপকথায় রিয়ালের স্বপ্ন ভাঙল, পিএসজি-নিউক্যাসল ম্যাচ ড্র| Jan 29, 2026
img
কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি, ৫ আসামির সর্বোচ্চ সাজা চেয়ে যুক্তি শেষ করল রাষ্ট্রপক্ষ Jan 29, 2026
img

টাইম ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে

১২ হাজার মাইল খাল খনন ও বছরে ৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা তারেক রহমানের Jan 29, 2026
img
কুমিল্লার মঞ্জুরুল আহসান ও মোবাশ্বের আলমের আপিলের রায় রোববার Jan 29, 2026
img
জনগণের ভালোবাসার শক্তিতেই বৈষম্যহীন দেশ গড়বে বিএনপি: অমিত Jan 29, 2026
img
নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে প্রশাসন ব্যর্থ : খেলাফত মজলিস Jan 29, 2026
img
ফের বাড়ল অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় Jan 29, 2026
img
একটি দল আ.লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার ষড়যন্ত্র করছে: নাহিদ ইসলাম Jan 29, 2026
img
ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল ৩ ফেব্রুয়ারি Jan 29, 2026
img
নির্বাচনে সততা পালিয়ে গেছে: মির্জা ফখরুল Jan 29, 2026
img
চট্টগ্রাম বন্দর পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি বৈধ : হাইকোর্ট Jan 29, 2026
img
দীর্ঘদিন পর মানুষ নিরাপদে ভোট দিতে পারবে: ব্যারিস্টার খোকন Jan 29, 2026
img
ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করার প্রতিশ্রুতি তারেক রহমানের Jan 29, 2026
img
গৌতম গম্ভীরকে বরখাস্তের গুঞ্জনে মুখ খুলল বিসিসিআই Jan 29, 2026
img
নতুন মুদ্রানীতি ঘোষণা হচ্ছে আজ, নেই কোনো স্বস্তির বার্তা Jan 29, 2026
img
বাংলাদেশকে বাদ দেওয়া ও ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে শ্রীলঙ্কার প্রতিক্রিয়া Jan 29, 2026
img
আমি বাপ-দাদার জমি বিক্রি করে রাজনীতি করি: মির্জা ফখরুল Jan 29, 2026