যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বিএনপি ক্ষমতার জন্য নয় বরং মানুষের অধিকার আদায়ের রাজনীতি করে। গত ১৬ বছর ধরে শেখ হাসিনা সরকারের অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে আমরা রাজপথে লড়াই করেছি। এই লড়াইয়ে আমাদের মূল শক্তি ছিল জনগণের ভালোবাসা। সেই ভালোবাসার শক্তিতেই আগামীর বৈষম্যহীন বাংলাদেশ গড়বে বিএনপি।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নে নির্বাচনী প্রচারণাকালে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘মিথ্যা মামলা ও ঘরছাড়া হওয়ার দুঃসহ স্মৃতি ভুলে আমরা একটি স্থিতিশীল ও শান্তিপূর্ণ যশোর গড়তে চাই। বিগত বছরগুলোতে মানুষ বাজারে যেতে পারেনি, উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে এবং প্রতিনিয়ত নির্যাতনের শিকার হয়েছে। আপনাদের সংকটের দিনগুলোতে, সেটি ঈদ, পূজা, বন্যা কিংবা করোনা মহামারি যাই হোক; বিএনপির নেতাকর্মীরা সব সময় পাশে দাঁড়িয়েছে।’
সংখ্যালঘুদের নিরাপত্তার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘৫ আগস্টের পর যখন এক অজানা আতঙ্ক ছড়িয়ে পড়েছিল, তখন আমার দলের নেতাকর্মীরাই দিনরাত জেগে মুসলমানের বাড়ির পাশাপাশি মন্দির ও সংখ্যালঘু ভাইদের জানমাল পাহারার ব্যবস্থা করেছে।’
সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে ধানের শীষে ভোট চেয়ে অমিত বলেন, ‘এলাকার আইনশৃঙ্খলা ও শান্তি দীর্ঘমেয়াদে ধরে রাখতে হলে জনগণের সরকার প্রয়োজন। বিএনপি সরকার গঠন করলে সেটি হবে গণমানুষের সরকার, যা সরাসরি আপনাদের প্রয়োজন মেটাবে।’
প্রচারণাকালে অনিন্দ্য ইসলাম অমিতের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জারুল হক খোকনসহ লেবুতলা ইউনিয়ন বিএনপির নেতারা। এ সময় নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে এলাকায় ব্যাপক গণসংযোগ করেন এবং সর্বস্তরের মানুষের দোয়া ও সমর্থন কামনা করেন।
এবি/টিএ