তামিল সিনেমার সুপারস্টার রজনীকান্তের জীবনের গল্প নিয়ে তৈরি হচ্ছে নতুন সিনেমা। পরিচালনা করবেন রজনী-কন্যা সৌন্দর্য রজনীকান্ত। রোমান্টিক কমেডি সিনেমা ‘উইথ লাভ’- এর প্রমোশনে এ খবর জানান নির্মাতা সৌন্দর্য। মঙ্গলবার (২৮ জানুয়ারি) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, ৫০ বছরের চলচ্চিত্র জীবনে ১৭০টি সিনেমায় অভিনয় করেছেন দক্ষিণী এই সুপারস্টার। এছাড়াও নাম লিখিয়েছেন ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে সফল অভিনেতার দলে।
তামিল সিনেমা দিয়ে শুরু করে হিন্দি, তেলেগু, কন্নড়, বাংলা, এমনকি ১৯৮৮ সালে, হলিউডের সিনেমা 'ব্লাডস্টোন'-এ কাজ করে খ্যাতি অর্জন করেন তিনি। ভক্তদের মাঝে 'সিভাজি' বা 'আন্না' নামে পরিচিত এই কিংবদন্তী।
ব্যাঙ্গালুরুর বাস কন্ডাক্টর থেকে 'থালাইভা'- হয়ে ওঠার সংগ্রাম এবং সিনেমায় অভিনীত প্রতিটি চরিত্রের পেছনের গল্প নিয়ে নির্মিত হবে এই বায়োগ্রাফি। জানা যায়, রজনীকান্ত নিজেই লিখছেন 'নিজের গল্প'। তার এই সংগ্রাম ও সফলতার গল্প দর্শকদের অনুপ্রাণিত করবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
এসকে/এসএন