জনপ্রিয় তেলুগু ধারাবাহিক কার্তিকা দীপম-এ অভিনয়ের মাধ্যমে দর্শকের হৃদয় জিতেছেন অভিনেত্রী কীর্তি ভাট। সম্প্রতি তিনি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্টের মাধ্যমে প্রকাশ করেছেন, যে পোস্টে তিনি প্রকাশ করেছেন বিজয় কার্তিক থোটার সঙ্গে ডিভোর্স হয়ে গেছে।
কীর্তি জানিয়েছেন, “অনেক চিন্তাভাবনা এবং আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের সম্পর্ক সত্যিকারের হলেও, আমি আর বিজয়কে আমার জীবনসঙ্গী বা স্বামী হিসেবে কল্পনা করতে পারি না। এই কারণে বিচ্ছেদ হয়েছে।” জানা গেছে, দু’জনের বাগদানও দিনকয়েক আগেই হয়ে গিয়েছিল। তবে বিভিন্ন কারণে তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।
অভিনেত্রী স্পষ্ট করেছেন, বিচ্ছেদ অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও ভদ্রভাবে হয়েছে। পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কীর্তি অনুরোধ করেছেন, ভক্ত ও অনুরাগীরা তাঁদের গোপনীয়তার প্রতি শ্রদ্ধা বজায় রাখুন এবং গুজব না ছড়ান।
এবং তিনি আরও বলেছেন, “এত নাটক করতে পারি না। এখন আমার জীবনে অগ্রাধিকার নিজের সুখ এবং মানসিক সুস্থতা। তাই সব কিছু থেকে নিজেকে দূরে সরিয়ে ভালোভাবে জীবন কাটাতে চাই।”
কীর্তির এই ঘোষণায় অনুরাগীদের মধ্যে দুঃখ দেখা দিয়েছে। তবে অভিনেত্রী আশা প্রকাশ করেছেন, সকলেই তাঁর সুখের জন্য শুভেচ্ছা জানাবেন এবং আগামীর নতুন অধ্যায়কে সমর্থন করবেন।
পিআর/টিকে