বিশ্ব রাজনীতির টানাপোড়েনে অর্থনীতি, কী করবে নয়াদিল্লি

টিজে/টিকেচলমান বৈশ্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার নেতিবাচক প্রভাব কিছুটা বিলম্বে প্রকাশ পেতে পারে এবং এর ফলে ভারতের তারল্য সংকোচন, বৈদেশিক পুঁজি প্রবাহে বিঘ্ন এবং রুপির উপর চাপ সৃষ্টি হওয়ার ঝুঁকি রয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ভারতীয় পার্লামেন্টে উপস্থাপিত ২০২৫-২৬ অর্থবছরের অর্থনৈতিক সমীক্ষায় এমন সতর্কবার্তা দেওয়া হয়েছে।

সমীক্ষায় বলা হয়েছে, বৈশ্বিক পুঁজি প্রবাহের ওপর নির্ভরশীল দেশ হিসেবে ভারতের আগামী বছরে তারল্য ব্যবস্থাপনা এবং বৈদেশিক পুঁজি সংরক্ষণের প্রস্তুতি নেওয়া জরুরি। পাশাপাশি, যুক্তরাষ্ট্রের স্টেবলকয়েনের আবির্ভাবসহ সম্ভাব্য পুঁজি পাচারও একটি বড় ঝুঁকি হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বিদেশি বিনিয়োগ আকর্ষণে আগাম সংস্কারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে সমীক্ষায় বলা হয়েছে, ক্রমবর্ধমান আমদানি ব্যয় মেটাতে পর্যাপ্ত বৈদেশিক মুদ্রা আয় এবং রপ্তানি আয় নিশ্চিত করা জরুরি। কারণ দেশীয় উৎপাদন বাড়লেও আয় বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমদানি বাড়বে—এটি অনিবার্য।

‘ভূরাজনীতির শিকার’ ভারত
অর্থনৈতিক সমীক্ষায় স্পষ্টভাবে বলা হয়েছে, ভারত ভূরাজনীতির শিকার। রুপির বর্তমান মূল্যায়ন ভারতের ‘দৃঢ় অর্থনৈতিক ভিত্তি’ পুরোপুরি প্রতিফলিত করে না, যা বিনিয়োগকারীদের সিদ্ধান্তে দ্বিধা তৈরি করছে।

সমীক্ষায় বলা হয়, বর্তমান পরিস্থিতিতে কিছুটা অবমূল্যায়িত রুপি ক্ষতিকর নয়, কারণ এটি একদিকে মার্কিন শুল্ক বৃদ্ধির প্রভাব আংশিকভাবে সামাল দেয় এবং অন্যদিকে অপরিশোধিত তেল আমদানিতে মূল্যস্ফীতির ঝুঁকিও কম। তবে এতে বিনিয়োগকারীরা থমকে যাচ্ছেন—এই অনীহা খতিয়ে দেখা প্রয়োজন।

বৈশ্বিক সংকটের তিন সম্ভাব্য দৃশ্যপট
২০২৬ সালের জন্য বৈশ্বিক সংকটের তিনটি সম্ভাব্য দৃশ্যপট তুলে ধরে সমীক্ষায় বলা হয়েছে—সব ক্ষেত্রেই ভারতের জন্য বড় ঝুঁকি হবে পুঁজি প্রবাহে বিঘ্ন এবং তার সরাসরি প্রভাব রুপির ওপর পড়া।

প্রথম দৃশ্যপট হিসেবে ধরা হয়েছে ‘২০২৫ সালের মতোই ব্যবসা-বাণিজ্য চলবে’। একে সবচেয়ে ভালো পরিস্থিতি বলা হলেও সেটি ক্রমেই ভঙ্গুর হবে বলে উল্লেখ করা হয়েছে। এই দৃশ্যপটের সম্ভাব্যতা ধরা হয়েছে প্রায় ৪০-৪৫ শতাংশ।

দ্বিতীয় দৃশ্যপটে রয়েছে ‘বিশৃঙ্খল বহুমুখী ভাঙন’, যার সম্ভাব্যতাও ৪০-৪৫ শতাংশ বলে মনে করা হচ্ছে। এতে ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা তীব্র হবে, রাশিয়া–ইউক্রেন যুদ্ধ অমীমাংসিত থাকবে, নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞা বাড়বে এবং সরবরাহ শৃঙ্খল রাজনৈতিক চাপে পুনর্বিন্যাস হবে। এই পরিস্থিতিতে দেশগুলোর সামনে স্বায়ত্তশাসন, প্রবৃদ্ধি ও স্থিতিশীলতার মধ্যে কঠিন সমঝোতা তৈরি হবে।

তৃতীয় দৃশ্যপটের সম্ভাব্যতা ধরা হয়েছে ১০-২০ শতাংশ। এতে আর্থিক, প্রযুক্তিগত ও ভূরাজনৈতিক চাপ একে অপরকে শক্তিশালী করে একটি বড় মাত্রার ধাক্কা সৃষ্টি করতে পারে। সমীক্ষায় সতর্ক করা হয়েছে, এমন পরিস্থিতিতে তারল্য সংকোচন, পুঁজি প্রবাহে আকস্মিক পতন এবং বিশ্বজুড়ে প্রতিরক্ষামূলক অর্থনৈতিক নীতি জোরদার হতে পারে। এর প্রভাব দুই হাজার আট সালের বৈশ্বিক আর্থিক সংকটের চেয়েও ভয়াবহ হতে পারে।

বিদেশি বিনিয়োগে প্রতিযোগিতা বাড়ছে
সমীক্ষায় বলা হয়েছে, ভূরাজনৈতিক পুনর্বিন্যাসের ফলে উদীয়মান অর্থনীতিগুলোর মধ্যে পুঁজির জন্য প্রতিযোগিতা আরও বাড়বে। রাজনৈতিক স্থিতিশীলতা ও শক্তিশালী সামষ্টিক অর্থনীতি ভারতের বড় শক্তি হলেও অবকাঠামো খাতে প্রত্যাশিত মাত্রায় বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ আসছে না।

ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া ও অস্ট্রেলিয়ার মতো দেশগুলোর উদাহরণ তুলে ধরে কর ছাড়, শুল্ক সুবিধা, স্বল্পসুদে ঋণ, ভিসা সুবিধা এবং গবেষণা ও উন্নয়ন প্রণোদনার কথা বলা হয়েছে।

সবশেষে সমীক্ষায় বলা হয়েছে, ২০২৬ সাল হতে পারে এমন একটি সময়, যখন নীতি–বিশ্বাসযোগ্যতা, পূর্বানুমেয়তা এবং প্রশাসনিক শৃঙ্খলা কেবল গুণ নয়, বরং কৌশলগত সম্পদে পরিণত হবে। ভারতের জন্য প্রয়োজন ‘রক্ষণাত্মক হতাশা’ নয়, বরং ‘কৌশলগত সংযম’।

টিজে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
ভোট নিয়ে অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানালেন আমিনুল হক Jan 29, 2026
img
বর্ণাঢ্য আয়োজনে ‘গ্যালাক্সি বাংলাদেশ ট্রাভেল, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি অ্যাওয়ার্ড Jan 29, 2026
img
আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করল ইইউ Jan 29, 2026
img
মেগা প্রকল্প মানেই মেগা দুর্নীতি : তারেক রহমান Jan 29, 2026
img
৫০০ কোটি না হলে বর্ডার ২ দেখব না: সুনীল শেঠি Jan 29, 2026
img
আগামীকাল এনসিপির ইশতেহার ঘোষণা Jan 29, 2026
img
ইরান থেকে নিজেদের বিজ্ঞানীদের সরিয়ে নিতে চায় রাশিয়া Jan 29, 2026
img

নিপা ভাইরাস

বাংলাদেশ ও ভারত থেকে যাওয়া যাত্রীদের পরীক্ষা করবে মালয়েশিয়া Jan 29, 2026
img
বিশ্বের বৃহত্তম আকাশচুম্বী ভবন ‘মুকাআব’ নির্মাণ প্রকল্প স্থগিত করল সৌদি আরব Jan 29, 2026
img
৩ ফরম্যাটেই নতুন অধিনায়কের নাম ঘোষণা অস্ট্রেলিয়ার Jan 29, 2026
img
লরিতে করে ফ্রান্সে যাওয়ার চেষ্টা, ২৩ বাংলাদেশি উদ্ধার Jan 29, 2026
img
চাঁদপুরে বিএনপি-ইসলামী আন্দোলনের দুই প্রার্থীকে শোকজ Jan 29, 2026
img

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা

সেরা নায়ক আফরান নিশো, সেরা নায়িকা পুতুল Jan 29, 2026
img
জামায়াত নেতৃত্ব হাতে নিয়ে আমাদের ব‍্যবহার করতে চেয়েছিল: রেজাউল করীম Jan 29, 2026
img
নির্বাচনের আগে আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নতি হবে : প্রেস সচিব Jan 29, 2026
img
পারমাণবিক চুক্তি প্রস্তাবে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়ার অপেক্ষায় রাশিয়া Jan 29, 2026
img
টাবু নিজ থেকে চাইছে আমার ১০০ তম সিনেমার অংশ হতে: নাগার্জুনা Jan 29, 2026
img
নেতানিয়াহুর ফোনের ক্যামেরা কেন টেপে ঢাকা, নিরাপত্তা নাকি অন্য কারণ? Jan 29, 2026
img
২৬৫০ দিনের খরা কাটিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পাকিস্তানের Jan 29, 2026
img
দিনাজপুরে ৩৭ প্লাটুন বিজিবি মোতায়েন Jan 29, 2026