জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব ও গোপালগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেছেন, আমি না আসলে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ভোটকেন্দ্রে যেত না। যাতে সবাই নির্ভয়ে কেন্দ্রে যায় এবং সবাইকে ভোটের উৎসবে শামিল করার জন্য মূলত আমার আশা।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সের গেটের বাইরে দাঁড়িয়ে প্রার্থনা শেষে তিনি এ কথা বলেন। গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, এ আসনের সাধারণ মানুষ যে ভোটার, তা উপলব্ধি করতে পারেনি আগে কখনো।
আমরা মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি, মানুষ আমাদের স্বাগত জানাচ্ছে এবং তাদের ভোটের যে মূল্য আছে সেটি তারা এখন বুঝতে পারছে। তিনি আরো বলেন, আমার সম্প্রদায় ছাড়াও সকল সম্প্রদায়ের মানুষ আমাকে অত্যন্ত ভালোবাসে। আমি সবসময় নিরপেক্ষ ভূমিকা রাখি। অন্যান্য সম্প্রদায়ের মানুষের মধ্যেও চরম ভীতি রয়েছে।
তারাও আমাকে অনুরোধ করেছে নির্বাচনে আসার জন্য। সেই ভীতি কাটানোর জন্যই আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। শেখ মুজিবুর রহমানের সমাধিতে প্রার্থনার বিষয়ে তিনি বলেন, আমাদের দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল বাঙালি সংস্কৃতির পিতৃভূমিতে আসা। টুঙ্গিপাড়ায় আসব সেখানে একটু দর্শন করব না তা হয় না।
ভেতরে প্রবেশ করতে না পারায় সমাধিসৌধের গেটে দাঁড়িয়ে আমাদের ধর্মমতে প্রার্থনা করলাম। প্রার্থনা শেষে কর্মী-সমর্থকদের নিয়ে টুঙ্গিপাড়ায় তিনি নির্বাচনী প্রচারণা চালান।
আইকে/টিকে