জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী বাগেরহাটে অভিযান চালিয়ে শামীম বিশ্বাস (৩৮) নামে এক মাদক ব্যবসায়ী আটক করেছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে বাগেরহাট শহরের নাগের বাজার এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর সপ্তম পদাতিক ডিভিশনের আওতাধীন ২৮ পদাতিক ব্রিগেডের ২৩ আরই ব্যাটালিয়ান একটি দল এ অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
এ সময় মাদক ব্যবসায়ী শামীম বিশ্বাসের কাছ থেকে ৯টি দেশীয় অস্ত্র, ৫০০ পিস ইয়াবা, ৫০০ গ্রাম গাজা, নগদ ১ লাখ ৬০ হাজার ১০৮ টাকা, ৫টি মোবাইল ও ট্যাব, ২৮টি মাদক সেবন সামগ্রী এবং ৮টি সিসিটিভি ক্যামেরা জব্দ করা হয়।
আটক শামীম বিশ্বাস নাগের বাজার এলাকার জলিল বিশ্বাসের ছেলে।
সেনাবাহিনী জানায়, আটক ব্যক্তিকে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য বাগেরহাট মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে বাগেরহাট মডেল থানায় একটি হত্যা মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে।
পিএ/টিএ