কুমিল্লার চৌদ্দগ্রামে অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে কাঁচামাল তৈরি করার অপরাধে ৫ ইটভাটার ২৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাফকাত আলী।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় প্রসিকিউটর হিসেবে সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট রায়হান মোর্শেদ ও পরিদর্শক মো. জুবায়ের হোসেন। আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা প্রদান করেন চৌদ্দগ্রাম থানা পুলিশ।
চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাফকাত আলী জানান, চৌদ্দগ্রাম উপজেলাধীন বিভিন্ন ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। কৃষিজমির মাটি কেটে বা সংগ্রহ করে কাঁচামাল হিসেবে ব্যবহার করে ইট প্রস্তুত করার অপরাধে ৫টি ইটভাটায় ২৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এসএস/এসএন