ফেনীতে জামায়াতের সমাবেশ শুরু, যোগ দেবেন ডা. শফিকুর রহমান
মোজো ডেস্ক 09:59AM, Jan 30, 2026
জামায়াতে ইসলামী ফেনী জেলা নির্বাচনী জনসভায় কিছুক্ষণের মধ্যে যোগ দেবেন দলটির আমির ডা. শফিকুর রহমান। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১০টার পর তার বক্তব্য রাখার কথা রয়েছে।
জনসভায় অংশ নিতে ভোর থেকে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আসতে থাকেন নেতাকর্মীরা। সকাল ৮টায় শুরু হওয়া জনসভায় উদ্বোধনী বক্তব্য রাখেন ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান। জেলার বিভিন্ন এলাকা থেকে মিছিলে মিছিলে জনসভায় যোগ দেন জামায়াতসহ ১১ দলীয় জোটের নেতাকর্মীরা। জনসভা শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় পাইলট মাঠ।
জামায়াতে আমিরের এই আগমন আসন্ন জাতীয় নির্বাচনে জামায়াত ও ১১ দলীয় জোটের প্রার্থীদের আরও শক্তিশালী করবে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।
জামায়াত আমিরের পর বক্তব্য রাখবেন জামায়াতের নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ ১১ দলীয় জোটের নেতারা।