নিজেদের তৈরি সাবমেরিনের প্রথম ট্রায়াল সম্পন্ন করল তাইওয়ান

সম্পূর্ণ নিজস্ব উদ্যোগ ও অর্থায়নে তৈরি নিজেদের প্রথম সাবমেরিন নারওয়ালের প্রথম ট্রায়াল সম্পন্ন করেছে চীনের স্বায়ত্বশাসিত দ্বীপ-ভূখণ্ড তাইওয়ান। গতকাল বৃহস্পতিবার সাগরে বেশ কিছু সময় ধরে চলানো হয়েছে নারওয়ালকে।

তাইওয়ানের নৌবাহিনী এক বিবৃতিতে নিশ্চিত করেছে এ তথ্য। বিবৃতিতে বলা হয়েছে, দ্বীপ-ভূখণ্ডের দক্ষিণাংশে কাউসিউং সমুদ্র বন্দরের কাছে এই ট্রায়ালের আয়োজন করা হয়েছিল। সফলভাবে সেই ট্রায়াল সম্পন্ন হয়েছে।

সাবমেরিন কর্মসূচিটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন সহ বেশ কয়েকটি দেশের দক্ষতা এবং প্রযুক্তির উপর নির্ভর করে তৈরি করা হয়েছে, যা কূটনৈতিকভাবে আন্তর্জাতিক বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন তাইওয়ানের জন্য একটি বড় অগ্রগতি।

নারওয়াল তাইওয়ানের প্রতিরক্ষা বাহিনীর তৃতীয় সাবমেরিন। বাকি যে দু’টি সাবমেরিন আছে, সেগুলো গত শতকের আশির দশকে নেদারল্যান্ডসের কাছ থেকে কিনেছিল তাইওয়ানের সরকার। সেগুলো এখনও চলছে।

২০২২ সালে প্রথম নিজস্ব উদ্যোগ ও অর্থায়নে সাবমেরিন তৈরির সিদ্ধান্ত নেয় তাইওয়ানের সরকার। তারপর সেই প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় সিএসবিসি কর্প নামে একটি তাইওয়ানিজ কোম্পানিকে। মোট ৮টি সাবমেরিন তৈরির জন্য সিএসবিসি কর্পের সঙ্গে চুক্তি করে তাইওয়ানের সরকার।

চুক্তিতে উল্লিখিত আটটি সাবমেরিনের প্রথমটি হলো নারওয়াল। সিএসবিসি কর্পের কর্মকর্তারা জানিয়েছেন, ২০২৭ সাল শেষ হওয়ার আগে আরও দু’টি সাবমেরিন তৈরি করে নৌবাহিনীকে হস্তান্তরের পরিকল্পনা আছে তাদের।

তবে ঠিক সময়ের মধ্যে সাবমেরিন প্রস্তুত করে হস্তান্তর করতে পারবেন কি না— তা নিয়ে সন্দিহান সিএসবিসি কর্পসের কর্মকর্তারা। কারণ সরকারি চুক্তি অনুসারে ২০২৪ সাল শেষ হওয়ার আগে প্রথম সাবমেরিন নারওয়ালকে হস্তান্তরের কথা ছিল।

এক কর্মকর্তা এ প্রসঙ্গে রয়টার্সকে বলেছেন, “আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন সীমাবদ্ধতা এবং চীনের সরকারের চাপের কারণে নারওয়াল তৈরির সময় আমাদের অজস্র ভোগান্তি ও চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। তাই আমরা সর্বাত্মক প্রয়াস সত্ত্বেও আমরা ঠিক সময়ে সাবমেরিনটি নৌবাহিনীর কাছে হস্তান্তর করতে পারিনি। যদি এসব ভোগান্তি-চ্যালেঞ্জ অব্যাহত থাকে— তাহলে সামনের সাবমেরিগুলোর ক্ষেত্রেও একই ঘটনার পুনরাবৃত্তি হবে।”

প্রসঙ্গত, চীন বরাবর তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে, অন্যদিকে তাইওয়ান সবসময় চীনের এই দাবিকে অগ্রাহ্য করে নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে দাবি করে।

চীনের এই ‘হুমকি’র জবাব দিতে নিজেদের সামরিক ক্ষমতাকে আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তাইওয়ানের সরকার।

এই দ্বীপ-ভূখণ্ডটির প্রেসিডেন্ট লাই চিং-তে ২০২৫ সালে প্রতিরক্ষা খাতের বাজে ৪০০ কোটি ডলার বৃদ্ধি করেছেন।


সূত্র : রয়টার্স

Share this news on:

সর্বশেষ

img
যমজ সন্তানের মা হয়েও ৩৮-এ ফের অন্তঃসত্ত্বা রুবিনা! Jan 30, 2026
img
শাহ সুলতান বলখী (রহ.) এর মাজার জিয়ারত করলেন তারেক রহমান Jan 30, 2026
img
সিকিমে ‘ব্ল্যাক আইস’-এর মরণ ফাঁদে আটকা পড়া ২৮ পর্যটককে উদ্ধার Jan 30, 2026
img
‘মিমিকে ছাড়ব না’, হাসপাতাল থেকেই হুমকি অভিযুক্তের! Jan 30, 2026
img
এনসিপির ৩৬ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা Jan 30, 2026
img
গণভোট ইস্যুতে সব মন্ত্রণালয়কে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের Jan 30, 2026
img
প্রেমের ব্যর্থতা থেকে বিতর্ক, ইব্রাহিমের বিরুদ্ধে মুখ খুললেন ওরি Jan 30, 2026
img
বিএনপির প্রার্থীর সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার আবদার Jan 30, 2026
img
দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য লড়াই শুরু হয়েছে: জামায়াতে আমির Jan 30, 2026
img
‘মার্দানি ৩’ -এর প্রচারে রানির সন্তান হারানোর গল্প! Jan 30, 2026
img
২০ কেজি ধানের শীষ শরীরে নিয়ে তারেক রহমানকে দেখতে এসেছেন এক সমর্থক Jan 30, 2026
img
নির্বাচন পর্যবেক্ষণে থাকবেন অন্তত ১৬টি দেশের অর্ধশতাধিক পর্যবেক্ষক Jan 30, 2026
img
দায়িত্বশীল আচরণের অভাবে পর্যটন শিল্প পিছিয়ে রয়েছে : সৈয়দা রিজওয়ানা Jan 30, 2026
img
অসাধু কারা সদস্যদের সহায়তায় সেই তিন আসামি পালিয়ে যায়: র‌্যাব Jan 30, 2026
img
সাদিক কায়েম আপনার কথায় ফ‍্যাসিবাদের টোন রয়ে গেছে : হামিম Jan 30, 2026
অ্যাওয়ার্ড পেয়ে যা বললেন বাংলাদেশি নারী ডিজে ! Jan 30, 2026
মার দিনে এই কাজগুলো অবশ্যই করবেন | ইসলামিক জ্ঞান Jan 30, 2026
'বিডিটুডে' বন্ধ : অভিযোগ বিএনপির দিকে, ক্ষোভ উগরে দিলেন সম্পাদক| Jan 30, 2026
এই ৩টি কাজ করলে সকাল সুন্দর হবে | ইসলামিক টিপস Jan 30, 2026
img
আলিয়া ভাটের নতুন সিনেমা ‘ডোন্ট বি শাই’ ঘোষণা Jan 30, 2026