টেলিভিশনের জনপ্রিয় মুখ, ‘ছোটি বহু’ খ্যাত অভিনেত্রী রুবিনা দিলাইককে ঘিরে নতুন করে শুরু হয়েছে জোর জল্পনা। যমজ কন্যাসন্তানের মা হওয়ার মাত্র কয়েক বছরের মধ্যেই ৩৮ বছর বয়সে ফের অন্তঃসত্ত্বা হওয়ার দাবি করে নেটদুনিয়ায় আলোড়ন ফেলে দিয়েছেন তিনি। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তায় সরাসরি রুবিনা বলেন, তিনি গর্ভবতী। আর তাতেই শুরু হয় চর্চা, এই ঘোষণা সত্যি নাকি এর আড়ালে রয়েছে অন্য কোনও পরিকল্পনা।
ভিডিওটি প্রকাশ্যে আসতেই অনুরাগীদের মধ্যে কৌতূহল ছড়িয়ে পড়ে। কারণ ওই ভিডিওতে অন্তঃসত্ত্বা হওয়ার ঘোষণা ছাড়া আর কোনও কথাই বলেননি অভিনেত্রী। শুধু তাই নয়, যিনি প্রায়শই স্বামী অভিনব শুক্লার সঙ্গে ব্যক্তিগত মুহূর্ত ভাগ করে নেন, সেই রুবিনা এই ঘোষণায় স্বামীকে কোথাও উল্লেখ করেননি। বিষয়টি নজরে আসে অনুরাগীদের। আর সেখান থেকেই প্রশ্ন উঠতে শুরু করে, এটি আদৌ সত্যি নাকি নতুন কোনও কাজের প্রচারের কৌশল।
এই জল্পনায় ঘি ঢেলেছেন রুবিনার ঘনিষ্ঠ বন্ধু ও অভিনেত্রী অঙ্কিতা লোখাণ্ডে। এক সংবাদমাধ্যমের তরফে যোগাযোগ করা হলে অঙ্কিতা জানান, খবরটি শুনে তিনিও বিস্মিত। তাঁর কথায়, যমজ সন্তান থাকার পর আবার এই বয়সে অন্তঃসত্ত্বা হওয়ার খবর অত্যন্ত স্পর্শকাতর বিষয়। অঙ্কিতার ধারণা, রুবিনার নতুন কোনও ধারাবাহিক বা অনুষ্ঠান আসতে পারে, আর তার প্রচারের অংশ হিসেবেই এমন পোস্ট করা হয়েছে। তবে তিনি এটাও বলেন, যদি রুবিনা সত্যিই অন্তঃসত্ত্বা হয়ে থাকেন, তাহলে তাঁর জন্য আন্তরিক শুভেচ্ছা রইল।
উল্লেখ্য, ২০২৩ সালে যমজ কন্যাসন্তানের জন্ম দিয়েছিলেন রুবিনা দিলাইক। সেই সময় সাহসী মাতৃত্বকালীন আলোকচিত্র প্রকাশ করে প্রশংসার পাশাপাশি সমালোচনার মুখেও পড়েছিলেন তিনি। গর্ভাবস্থার শেষ পর্যায়ে এসে সন্তানের খবর প্রকাশ্যে এনেছিলেন অভিনেত্রী। এবার সেই রুবিনাই প্রকাশ্যে নিজেই অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানানোয় অনুরাগীদের একাংশ বিশ্বাস করতে পারছেন না। ফলে রুবিনার ঘোষণাকে ঘিরে বর্তমানে দ্বিধাবিভক্ত নেটমহল।
এমকে/টিকে