বলিউডে ধর্মীয় মেরুকরণ ও সাম্প্রদায়িক বিভাজন নিয়ে অস্কারজয়ী সুরকার এ আর রহমানের সাম্প্রতিক মন্তব্যে যখন তোলপাড় চারদিক, ঠিক তখনই তার পাশে দাঁড়িয়ে বড় চমক দিলেন নির্মাতা ইমতিয়াজ আলি। সব বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে নিজের পরবর্তী প্রজেক্টের জন্য ফের রহমানের ওপরই আস্থা রাখলেন ‘রকস্টার’ খ্যাত এই পরিচালক।
সম্প্রতি এ আর রহমান জানান, ভারতের গত আট বছরের রাজনৈতিক ও সাম্প্রদায়িক প্রেক্ষাপটে বলিউডে কাজ হারাতে হয়েছে তাকে। তার এই মন্তব্যের পর যখন বির্তকের ঝড় বইছে, তখন ইমতিয়াজ আলি জানিয়েছিলেন, রহমানের বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। এবার শুধু কথায় নয়, বরং কাজেও প্রিয় সুরকারকে আগলে নিলেন তিনি।
ইমতিয়াজ আলির ক্যারিয়ারের সফলতম ছবিগুলোর নেপথ্যে রহমানের সুরের বড় ভূমিকা রয়েছে। ‘হাইওয়ে’, ‘রকস্টার’, ‘তামাশা’ কিংবা সাম্প্রতিক ‘অমর সিং চমকিলা’ প্রতিটি সিনেমাতেই এই জুটির রসায়ন দর্শক হৃদয়ে দাগ কেটেছে। সেই ধারাবাহিকতায় ইমতিয়াজের নতুন সিনেমায় আবারও সংগীতের দায়িত্ব পেয়েছেন অস্কারজয়ী এই শিল্পী।
নতুন এই সিনেমায় চমকের শেষ নেই। ‘চমকিলা’র পর এখানেও থাকছেন পাঞ্জাবি সেনসেশন দিলজিৎ দোসাঞ্ঝ। সঙ্গে অভিনয় করবেন বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ, হালের হার্টথ্রব বেদাঙ্গ রায়না ও শর্বরী ওয়াঘ। ছকভাঙা গল্প বলায় সিদ্ধহস্ত ইমতিয়াজ এবারও তার চিরচেনা শৈল্পিক ঘরানায় ফিরেছেন।
জানা গেছে, প্রেম ও বিরহের মোড়কে এই সিনেমাটি হবে মূলত নিজের শিকড় সন্ধানের এক গল্প। যেখানে নারী-পুরুষের সম্পর্কের পাশাপাশি দেশের টানও উঠে আসবে দারুণভাবে। সিনেমাটি ২০২৬ সালের এপ্রিলে মুক্তি পাওয়ার কথা থাকলেও নির্মাতারা জানিয়েছেন, চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ জুন।
এসএন