শরীয়তপুরে বিএনপি মনোনীত প্রার্থীর সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার আবদার করেছেন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের এক নেতা। এমন একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।
খোঁজ নিয়ে জানা গেছে, গত বুধবার (২৮ জানুয়ারি) শরীয়তপুরের ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বাচ্চু মাদবরের বাড়িতে অনুষ্ঠিত উঠান বৈঠকে উপস্থিত ছিলেন শরীয়তপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। এ সময় উঠান বৈঠকে অপুকে পূর্ণ সমর্থন জানান আওয়ামী লীগের তিন শতাধিক নেতাকর্মী। তাদের মধ্যে রয়েছেন ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার আবদার করা কনেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. বাবুল বেপারী।
ভাইরাল ভিডিওতে আওয়ামী লীগ নেতা বাবুল বেপারীকে বলতে শোনা যায়, আমার লিডারের (অপু) কাছে প্রশ্ন? আমি আওয়ামী লীগ করি এটা সবাই জানে। এখানে আমার জাতীয়তাবাদী দলের ভাই ব্রাদার আছে, তাদের সকলের সঙ্গে আমার সুসম্পর্ক। আমরা দুইটা দলই (আ.লীগ-বিএনপি) স্বাধীনতা-মুক্তিযোদ্ধার পক্ষের দল। সেখানে আমার একটা দাবি এবং প্রশ্ন? ‘জয় বাংলা’ স্লোগানটা কি কারো ব্যক্তিগত জিনিস। ‘জয় বাংলা’ স্লোগান আমি মনে করি বাঙালি জাতির স্লোগান, সমস্ত দলের স্লোগান। হয়তোবা কেউ দিছে কেউ দেয় নাই। আমি এজন্য বলতে চাই আজকের এই সভাতে আমাদেরকে যখন আপনি ভালোবেসে কাছে নিয়েছেন, তাহলে আজকে আমরা আপনার সামনে একটি ‘জয় বাংলা’ স্লোগান দিতে চাই।
এ বিষয়ে ডামুড্যা উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন দেশের এক গণমাধ্যমকে বলেন, সে স্লোগান দিতে চেয়েছিল, তাকে স্লোগান দিতে না করা হয়েছে।