বরিশাল দক্ষিণ জেলা বিএনপির রাজনীতিতে বড়সড় ধাক্কা। দল ছেড়ে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন জেলা বিএনপির সদস্য ও দলের বানারীপাড়া উপজেলা শাখার সহসভাপতি গোলাম মাহমুদ মাহবুব মাস্টার।
আজ শুক্রবার (৩০ জানুয়ারি) অনুসারীদের নিয়ে উপজেলার বাইশারী ইউনিয়নে জামায়াতে ইসলামীর একটি উঠান বৈঠকে আনুষ্ঠানিকভাবে যোগ দেন তিনি। এর আগে গতকাল বৃহস্পতিবার মাহবুব মাস্টার বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবের কাছে পদত্যাগপত্র পাঠান। সেই পদত্যাগপত্র নিজের ফেসবুক আইডিতেও শেয়ার করেন তিনি।
তবে জেলা বিএনপির সদস্যসচিব অ্যাড. আবুল কালাম শাহীন দাবি করেন, দলীয়ভাবে এখনো তাঁর পদত্যাগপত্র হাতে পাননি। তিনি বলেন, ফেসবুকে বিষয়টি দেখেছি। পদত্যাগের কথা শুনেছি।
পদত্যাগপত্রে মাহবুব মাস্টার উল্লেখ করেন, দীর্ঘ চার দশক ধরে তিনি সুনাম ও নিষ্ঠার সঙ্গে বিএনপির রাজনীতি করেছেন। এই সময়ে মামলা, হামলা, কারাবরণসহ নানা নির্যাতনের শিকার হয়েছেন। অথচ এখন নিজের দলেই তিনি লাঞ্ছিত ও বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ তাঁর। এই পরিস্থিতিতেই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
দলীয় সূত্রে জানা গেছে, বরিশাল-২ আসনে বিএনপির প্রার্থী শরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে মাহবুব মাস্টারের দীর্ঘদিনের বিরোধ। গত জুন মাসে অনুষ্ঠিত উপজেলা সম্মেলনে সভাপতি পদ না পাওয়ায় তাঁর অনুসারীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। সেই ক্ষোভই শেষ পর্যন্ত পদত্যাগের মাধ্যমে প্রকাশ পেল বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।
নিজের সিদ্ধান্তের ব্যাখ্যায় মাহবুব মাস্টার বলেন, চার দশক কাজ করেও তিনি দলে সম্মান পাননি। তাঁর অভিযোগ, এখন দলে টাকার বিনিময়ে মনোনয়ন বিক্রি হয়। এতে নেতাদের কাছে প্রতারিত হচ্ছে কর্মীরা।
এসকে/টিকে