বিনোদন জগতে আবারও আলোচনার কেন্দ্রে সইফ আলি খানের পুত্র ইব্রাহিম খান। তাঁকে ঘিরে একের পর এক বিস্ফোরক অভিযোগ তুলে সরব হয়েছেন নেটপ্রভাবী ওরি ওরফে ওরহান অবত্রামণি। ওরির দাবি, ইব্রাহিমের সঙ্গে এক সময় তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং তিনি অভিনেতাপুত্রকে নিজের করে পেতেও চেয়েছিলেন। তবে সেই সম্পর্কে বাধা হয়ে দাঁড়ান অভিনেত্রী পালক তিওয়ারি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ওরি দাবি করেন, ইব্রাহিম নাকি উভকামী এবং দীর্ঘদিন তাঁদের মধ্যে সম্পর্ক ছিল। তাঁর অভিযোগ, পালক তাঁদের সম্পর্কে হস্তক্ষেপ করায় সেই সম্পর্ক ভেঙে যায়। এখানেই শেষ নয়, ওরির দাবি অনুযায়ী পালক তাঁকে নিয়ে প্রকাশ্যে আপত্তিকর মন্তব্যও করেন, যা তাঁকে চরমভাবে অপমানিত করে।
এই ঘটনার পর পালকের কাছে প্রকাশ্যে ক্ষমা দাবি করেন ওরি। এমনকি দুই পক্ষের ব্যক্তিগত কথোপকথনের স্ক্রিনশটও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন তিনি। ওরির হুমকি ছিল, পালক কিংবা ইব্রাহিম ব্যক্তিগতভাবে ক্ষমা না চাইলে তিনি ইব্রাহিমের ‘প্রকৃত পরিচয়’ প্রকাশ্যে আনবেন।
এই পরিস্থিতিতে ওরির আচরণে আতঙ্কিত হয়ে ধীরে ধীরে তাঁর সঙ্গে দূরত্ব বাড়াতে থাকেন ইব্রাহিম খান। তবে অভিযোগ, ওরি এরপরও ইব্রাহিম ও তাঁর বোন সারা আলি খানের পিছু ছাড়েননি। কখনও সারা আলি খানের মা অমৃতা সিংহকে নিয়ে কটাক্ষ করেছেন, কখনও আবার ইব্রাহিমকে ‘নির্লজ্জ’ বলে আক্রমণ করেছেন।
সবশেষে পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে, যখন ওরি প্রকাশ্যে দাবি করেন, ইব্রাহিমের সঙ্গে তিনি একসময় সম্পর্কে ছিলেন। এই অভিযোগ ঘিরে ইতিমধ্যেই বিনোদন মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক।
এমকে/টিকে