নোয়াখালীকে অবহেলিত জনপদ উল্লেখ করে নোয়াখালী-৬ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী আবদুল হান্নান মাসউদ বলেছেন, ‘নোয়াখালী যেন গরিবের বউ, সবার ভাবি। এখানকার জমি সন্দ্বীপ, ভোলা ও কুমিল্লার লোকজন ছিনিয়ে নিতে চায়। কিন্তু আমরা তা হতে দেব না।’
শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে নোয়াখালী জিলা স্কুল মাঠে ১১ দলীয় জোটের বিশাল এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ তার বক্তব্যে প্রাচীন জেলা হিসেবে নোয়াখালীকে বিভাগে উন্নীত করার জোরালো দাবি জানান। জোট ক্ষমতায় এলে এটি বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন তিনি।
হাতিয়া, সুবর্ণচর, কোম্পানীগঞ্জ ও কবিরহাটের নদী ভাঙন এবং মাইজদী শহরের দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধানের অঙ্গীকার করেন আবদুল হান্নান মাসউদ। নোয়াখালীতে ব্লু-ইকোনমিক জোন এবং ফিশারিজ-মেরিন ইউনিভার্সিটি স্থাপনের দাবিও জানান তিনি।
প্রচলিত ফ্যামিলি কার্ড ও বিধবা ভাতার সমালোচনা করে তিনি বলেন, ‘জোট ক্ষমতায় এলে দেশে এমন ইনসাফ কায়েম হবে যে মানুষ অভাব-মুক্ত হবে এবং কার্ড নেওয়ার লোক খুঁজে পাওয়া যাবে না।’
আবদুল হান্নান মাসউদ আরও বলেন, ‘একটি দল বিধবা ভাতার কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে। তারা ক্ষমতায় গেলে এসব কার্ড নেতাদের বউরাই পাবে। তারা চায় দেশের মানুষ আজীবন গরিব থাকুক।’
আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে নোয়াখালীর সার্বিক উন্নয়নের লক্ষ্যে ‘দাঁড়িপাল্লা’ ও ‘শাপলা কলি’ প্রতীকে ভোট দিয়ে ১১ দলীয় জোটকে জয়যুক্ত করার আহ্বান জানান মাসউদ।
কেএন/টিকে