আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি সমর্থিত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি। পটুয়াখালী-৩ (দশমিনা–গলাচিপা) আসনের এই প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন-পূর্ব আচরণবিধি ভঙ্গ ও নির্বাচনী অপরাধের নানা অভিযোগ ওঠার পর বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) পটুয়াখালীর দশমিনায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে থাকা কমিটির অস্থায়ী কার্যালয় থেকে নোটিশটি জারি করা হয়। এতে স্বাক্ষর করেন কমিটির সদস্য ও সিভিল জজ সাব্বির মো. খালিদ।
নোটিশে উল্লেখ করা হয়েছে, অ্যাডভোকেট এনামুল হকের দায়ের করা অভিযোগের ভিত্তিতে সামাজিক যোগাযোগমাধ্যমে স্বতন্ত্র প্রার্থী মো. হাসান মামুনকে নিয়ে মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ আনা হয়েছে নুরুল হক নূরের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়, এই কর্মকাণ্ড সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধিমালা–২০২৫ এর ১৫(ক), ১৬(গ) এবং ১৬(ছ) ধারার সরাসরি লঙ্ঘন।
এ ছাড়া আরও অভিযোগ করা হয়েছে যে গত ২৬ জানুয়ারি রাতে দশমিনা উপজেলার চরবোরহান এলাকার পাগলা বাজার সেন্টারে স্বতন্ত্র প্রার্থী মো. হাসান মামুনের নির্বাচনী কার্যালয়ে নূরের অনুসারীরা হামলা ও ভাঙচুর চালায়। এ ঘটনায় কয়েকজন সমর্থক আহত হন। নোটিশে এই ঘটনাকে আচরণবিধিমালার ৬(ক) ধারার পরিপন্থী বলে উল্লেখ করা হয়েছে।
নোটিশে নুরুল হক নূরকে আগামী ৩ ফেব্রুয়ারি সকাল ১১টা ৩০ মিনিটে কমিটির কার্যালয়ে সশরীরে বা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা জমা দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে ব্যাখ্যা না দিলে অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠানো হবে বলেও নোটিশে উল্লেখ রয়েছে। পাশাপাশি নোটিশটি দ্রুত কার্যকর করে জারী প্রতিবেদন আদালতে দাখিল করার জন্য দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।
এ বিষয়ে নুরুল হক নূর বা তার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ইউটি/টিএ