চাঁদপুরের শাহরাস্তি থেকে ‘আমরা ঐক্যবদ্ধ ৬৪ জেলার বঙ্গবন্ধু সৈনিক’ টেলিগ্রাম ও ফেসবুক পেজের অ্যাডমিন জাহাঙ্গীর হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে জেলা গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে শাহরাস্তি থানা পুলিশ ও চিতোষী পুলিশ ফাঁড়ির কর্মকর্তারা তাকে গ্রেপ্তার করে।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহাবুবুর রহমান বলেন, জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে- গত ২৩ জুন দক্ষিণ টামটা ইউনিয়নের ওয়ারুক স্টেশন বাজারে কর্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও সরকারবিরোধী বিক্ষোভ মিছিল সহকারে ভাঙচুর কার্যক্রমের সঙ্গে জড়িত ছিল। ওই ঘটনায় শাহরাস্তি থানা পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃতসহ সঙ্গীয় দুর্বৃত্তদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে। গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর হোসেন তালুকদার ওই মামলার ওয়ারেন্টভুক্ত একজন আসামি।
ওসি আরও বলেন, গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে দেশের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ ও জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টায় সোশ্যাল মিডিয়ায় গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার অভিযোগে ‘আমরা ঐক্যবদ্ধ ৬৪ জেলার বঙ্গবন্ধু সৈনিক’ টেলিগ্রাম ও ফেসবুক পেজের অ্যাডমিন জাহাঙ্গীর হোসেন তালুকদারকে গ্রেপ্তার করা হয়। তিনি চিতোষী পূর্ব ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
এদিকে চাঁদপুর জেলা গোয়েন্দা সংস্থা জানায়, ‘আমরা ঐক্যবদ্ধ ৬৪ জেলার বঙ্গবন্ধু সৈনিক’ টেলিগ্রাম পেইজের যৌথ অ্যাডমিন পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্রেপ্তার জাহাঙ্গীরের ব্যবহৃত মোবাইল ফোন ও সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া কার্যক্রম খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।
এসএস/টিএ