সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ভিডিও বার্তায় রিভার প্লেটের প্রেসিডেন্ট স্তেফানো দি কার্লো স্টেডিয়াম সম্প্রসারণের ঘোষণা দিয়েছেন। সেইসঙ্গে দিনটিকে ঐতিহাসিক হিসেবে আখ্যায়িত করেছেন তিনি। তিনি জানিয়েছেন, প্রকল্পের অংশ হিসেবে পুরো গ্যালারির ওপর ছাদ নির্মাণ করা হবে।
আর্জেন্টিনা জাতীয় দলের ঘরের মনুমেন্তাল স্টেডিয়ামের এই সংস্কার কাজ শেষ হলে এটি ক্লাব পর্যায়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ফুটবল স্টেডিয়াম হবে। সংস্কার শেষে যার দর্শক ধারণক্ষমতা হবে ১ লাখ ৫ হাজার।
বর্তমানে ৮৫ হাজার ধারণক্ষমতা সম্পন্ন মনুমেন্তাল স্টেডিয়ামে যুক্ত হবে আরও ১৬ হাজার আসন। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ১০ কোটি ডলারেরও বেশি। চলতি বছরের এপ্রিল থেকে শুরু হওয়ার কথা রয়েছে স্টেডিয়ামটির নির্মাণ কাজ। যা শেষ হতে সময় লাগবে আনুমানিক ৩৬ মাস।
চারবারের কোপা লিবার্তাদোরেস জয়ী রিভার প্লেট এই প্রকল্পে জার্মান একটি প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্ব করেছে। ক্লাবটির আশা, আর্জেন্টিনা ২০৩০ বিশ্বকাপের যৌথ আয়োজক হওয়ার আগেই স্টেডিয়ামের সংস্কারকাজ সম্পন্ন হবে।
এক বিবৃতিতে রিভার প্লেট জানায়, ‘গত এক বছর ধরে রিভার প্লেট কাজ করছে শ্লাইখ বার্গারমান পার্টনার (এসবিপি)-এর সঙ্গে। বৃহৎ স্টেডিয়ামের ছাদ নির্মাণে বিশ্বসেরা এই জার্মান প্রকৌশল প্রতিষ্ঠান এর আগে রিয়াদ এয়ার মেট্রোপলিতানো, টটেনহ্যাম হটস্পার স্টেডিয়াম, অ্যালিয়াঞ্জ অ্যারেনা, মারাকানা ও সান্তিয়াগো বার্নাব্যুসহ একাধিক আইকনিক প্রকল্পে কাজ করেছে।’
ইউটি/টিএ