চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিএনপি ছেড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন ৬০ জন কর্মী।
শুক্রবার (৩০ জানুয়ারী) রাতে শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের মফিজ মোড়ে এক পথসভায় তারা জামায়াতে যোগ দেন।
যোগদান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও রাজশাহী মহানগর জামায়াতের আমীর ডা. কেরামত আলী। তিনি নবাগতদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন।
যোগদানকারীরা জানান, আদর্শগত ও রাজনৈতিক বাস্তবতার কারণে তারা জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। এখন থেকে তারা দাঁড়িপাল্লার নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করবেন।
জামায়াত মনোনীত প্রার্থী ড. কেরামত আলী বলেন, সত্য ও ইনসাফভিত্তিক রাজনীতির মাধ্যমেই মানবিক কল্যাণরাষ্ট্র গড়া সম্ভব। তারা জামায়াতে যোগ দিয়ে আমাদের লক্ষ্য পূরনে ভূমিকা রেখেছে। অনুষ্ঠানে জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসএস/টিএ