মাসব্যাপী আয়োজিত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা নামছে আজ। শনিবার (৩১ জানুয়ারি) ছুটির দিন হওয়ায় শেষদিনেও ভালো বেচাকেনার প্রত্যাশা করছেন ব্যবসায়ীরা।
এদিন সকাল থেকেই মেলা অভিমুখে মানুষের আনাগোনা রয়েছে চোখে পরার মতো। অন্যান্যবারের তুলনায় এবছর ছুটির দিনে মেলার সমাপ্তিতে তুলনামূলক অধিক বেচাবিক্রি হবে এমনটাই ধারণা করছেন সংশ্লিষ্টরা।
এবছর রাষ্ট্রীয় শোকের কারনে তিনদিন সময় কম পেয়েছেন ব্যবসায়ীরা। মেলার শুরুতে বৈরী আবহাওয়া আর নির্বাচনের প্রভাব থাকায় ব্যবসা মন্দা হয়েছে বলে দাবি তাদের। তবে রপ্তানি উন্নয়ন ব্যুরো বলছে গত বছরের তুলনায় এ বছর ক্রেতা দর্শনার্থী বেড়েছে অন্তত ১৫ শতাংশ তাছাড়া ভ্যাট আদায় হয়েছে গত বছরের তুলনায় ৮ শতাংশ বেশি।
কর্মদিনগুলোতে লোক সমাগম কম থাকলেও এবার ছুটির দিনগুলোতে ছিল মানুষের উপচে পরা ভিড়।শেষদিন হওয়ার প্রতিটি স্টল প্যাভিলিয়নে ১০ শতাংশ থেকে শুরু করে ৭০ শতাংশ পর্যন্ত চলছে মূল্যছাড়। তাছাড়া পণ্য কিনলে বিভিন্ন স্টল প্যাভিলিয়নে পাওয়া যাচ্ছে বিশেষ পুরুস্কার ও গিফট ভাউচার।
উল্লেখ্য, গত পহেলা জানুয়ারি আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধনের তারিখ ঠিক থাকলেও শনিবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় পূর্বাচলের ৪নং সেক্টরে বিবিসিএফইসি ভবনে আন্তর্জাতিক বাণিজ্য মেলার ৩০তম আসরের উদ্বোধন করা হয়।
এসএস/টিএ