পর্দার জনপ্রিয় জুটি হলেও বাস্তব জীবনে দীর্ঘদিন ধরে দুই দেশে আলাদা থাকছেন চিত্রনায়ক ওমর সানী ও অভিনেত্রী মৌসুমী। ওমর সানী থাকেন বাংলাদেশে, আর মৌসুমী প্রায় দুই বছর ধরে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। এ দূরত্বকে ঘিরে বেশ কিছুদিন ধরেই তাদের দাম্পত্য সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ও প্রশ্ন উঠছে। কেউ কেউ তো প্রকাশ্যেই তাদের বিচ্ছেদের কথা বলছেন। এসব মন্তব্যে বিরক্তি প্রকাশ করেছেন ওমর সানী।
সম্প্রতি আবারও এমন প্রশ্নের মুখে পড়ে কড়া প্রতিক্রিয়া জানান এই অভিনেতা। তার ভাষায়, অসভ্যের মতো কিছু মানুষ মনে করে আমরা আলাদা হয়ে গেছি।
কিছুদিন আগে একটি চলচ্চিত্র-সংক্রান্ত অনুষ্ঠানে অংশ নিয়ে ওমর সানী বলেন, তারা নাকি আলাদা হয়ে গেছেন এমন নানা কথা তিনি নিয়মিতই শোনেন। তবে এসব মন্তব্য নিয়ে তিনি বা তার পরিবার চিন্তিত নন। তার মতে, কিছু মানুষের মানসিকতাই এমন, যারা অকারণ গুজব ছড়াতে ভালোবাসে।
সম্প্রতি একটি পডকাস্টে হাজির হয়েও একই ধরনের প্রশ্নের মুখোমুখি হন ওমর সানী। একসঙ্গে আছেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি ক্ষোভের সঙ্গে বলেন, অনেকেই নিজেকে জ্যোতিষী ভাবতে শুরু করেছেন। কেউ হাত দেখে ভবিষ্যৎ বলে, কেউ আবার ডিভোর্স লেটার দেখার আগ্রহ প্রকাশ করেন। এসব বিষয়ে আর কিছু বলার নেই বলেও মন্তব্য করেন তিনি।
বিভিন্ন সময় জানা গেছে, মৌসুমী বর্তমানে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। সে কারণেই তিনি দীর্ঘদিন ধরে সেখানে অবস্থান করছেন। এদিকে ওমর সানীরও যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল, কিন্তু ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় যেতে পারেননি। বর্তমানে তিনি নতুন করে ভিসার জন্য আবেদন করেছেন।
পডকাস্টে মৌসুমীর যুক্তরাষ্ট্রে থাকার কারণ আরও স্পষ্ট করে ব্যাখ্যা করেন ওমর সানী। তিনি বলেন, তার শাশুড়ি দীর্ঘদিন ধরে অসুস্থ। মায়ের পাশে থাকার জন্যই মূলত মৌসুমী যুক্তরাষ্ট্রে রয়েছেন। সেখানে তাদের মেয়েও আছে, যাদের দেখাশোনাও তার কাছে অগ্রাধিকার।
ওমর সানীর ভাষায়, যেকোনো পরিবারের ক্ষেত্রেই এই সময়গুলো গুরুত্বপূর্ণ, আর অনেক সময় ত্যাগ স্বীকার করতেই হয়। তিনি জানান, মৌসুমী মায়ের জন্য অনেক কষ্ট করছে এবং এসব বিষয় নিয়ে তারা প্রতিদিনই নিজেদের পারিবারিক ফেসবুক গ্রুপে কথা বলেন। খুব শিগগিরই তাদের দেখা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এমকে/টিকে